পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ।
শেষ আপডেট: 23rd December 2024 16:20
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার থেকে চার্জগঠন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো এদিন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যদের যেমন হাজির করানো হয়েছিল, তেমনই জামিনে মুক্ত অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য-সহ অন্যরাও উপস্থিত হয়েছিলেন।
সূত্রের খবর, সবকিছু আয়োজন থাকলেও এদিন নিয়োগ মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করা যায়নি। কারণ, নিয়োগ মামলায় অভিযুক্ত পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী এবং কুন্তল ঘোষ-সহ ৯ জন এদিন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে নতুন করে আবেদন করেছেন।
আদালত সূত্রের খবর, মানিক, কুন্তলদের অভিযোগ, আদালতে জমা দেওয়া ইডির দুটো চার্জশিটের মধ্যে কোনও মিল নেই। এহেন আবেদনের জেরে চার্জগঠন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে। ওই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে কিনা তা নিয়েও সন্দিহান আইনজীবীদের অনেকে।
সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে এই মামলায় পার্থ জামিন পাবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তার আগেই চার্জ গঠনের প্রক্রিয়া আদৌ সম্ভব হবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ৫৪ জনের নামে অভিযোগ রয়েছে। চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হয়েছিল। তবে মানিক, কুন্তলদের আবেদনের জেরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।