শেষ আপডেট: 13th February 2024 12:57
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: কাপড়ের দোকানে চুরির ঘটনায় গ্রেফতার তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। সোমবার রাত্রে সবংয়ের মোহাড় এলাকা থেকে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল সবং থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, সবং ব্লকের মোহাড় এলাকায় রবিবার একটি কাপড় দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকার কাপড় চুরি যায়। সোমবার ওই কাপড় দোকানের মালিক একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে সবং থানার পুলিশ। এরপরেই ওই অঞ্চলের তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য লালমোহন ভুঁইয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় তদন্তে নেমে ওই তৃণমূল নেতার নাম উঠে আসে। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।
কাপড়ের দোকানে চুরির ঘটনায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য গ্রেফতারের খবরে শোরগোল পড়ে সবং জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েনও। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন, "যখন মন্ত্রীরা চুরির দায়ে জেলে যাচ্ছেন তখন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা তো চুনোপুটি। তারা তো চুরি করবেই।" এ ব্যাপারে তৃণমূলের কোনও নেতার বক্তব্য এখনও পাওয়া যায়নি। পেলেই তা আপডেট করা হবে।"