শেষ আপডেট: 5th September 2023 14:32
দ্য ওয়াল ব্যুরো: মা চিপস খেতে বারণ করায় আত্মহত্যা করলেন মেয়ে। অভিযোগ, এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhawanipore) এলাকার ইন্দ্র রায় রোডে। পুলিশ সূত্রে খবর, কলেজ পড়ুয়া এই মৃতা তরুণীর (college girl) নাম শ্রেয়সী পাল। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ভবানীপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, বি কমের ছাত্রী এই তরুণী গত কয়েকদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন। খাওয়া-দাওয়ার সমস্যার জন্যই এমন হচ্ছিল বলে জানা যায়। সেই কারণেই তরুণীর মা তাঁকে চিপস খেতে বারণ করেন। এই নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটিও হয়। এরপর মেয়েকে একা ঘরে রেখেই কাজে বেরিয়ে যান মা।
কয়েক ঘণ্টা পর মহিলা ফিরে এসে দেখেন, বাড়ির সামনের দরজা ভিতর থেকে বন্ধ। মেয়েকে অনেক ডেকেও সাড়া পাননি তিনি। শেষে বাড়ির পিছন দিকের দরজা দিয়ে ভিতরে ঢোকেন মহিলা। এরপর দেখেন, ভিতর সিলিং ফ্যান থেকে ঝুলছে মেয়ের নিথর দেহ। সঙ্গে সঙ্গে তিনি ডাকাডাকি করে লোক জড়ো করেন। তরুণীর মৃত্যুর খবর চাউর হয়ে যায় এলাকায়।
খবর যায় ভবানীপুর থানাতেও। জানতে পেরে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তরুণীর মা’কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে করা হচ্ছে, চিপস জাতীয় মশলাদার খাবার খেতে বারণ করার জন্যই রাগ করে ওই কলেজ পড়ুয়া আত্মহত্যা করেছেন।
যাদবপুরের ৪ পড়ুয়াকে বহিষ্কারের সুপারিশ তদন্তকারী কমিটির! খতিয়ে দেখতে হবে সুপারের ভূমিকাও