শেষ আপডেট: 29th January 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: ফের পিছিয়ে গেল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কাজ। বারবার চেষ্টা করলেও কিছুতেই তা সংগ্রহ করতে পারছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা। যার ফলে মামলার গতি স্লথ হচ্ছে বলে খবর।
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র এখনও অসুস্থ। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করার কথা ছিল। তবে প্রেসিডেন্সি জেল থেকে আদালতে পাঠানো মেডিক্যাল রিপোর্টে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে জেল হাসপাতালে চিকিৎসা চলছে সুজয়কৃষ্ণর। স্বভাবতই, কাকুর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহের কাজ ফের পিছিয়ে গেল।
প্রসঙ্গত, এর আগে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। গত ২০ জানুয়ারি সেখান থেকে ছুটি পেয়ে জেলে ফিরেছিলেন। তারপরে তাকে ফের ভর্তি করা হয় জেল হাসপাতালে।
সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা লেনদেনের সঙ্গে সুজয়কৃষ্ণ সরাসরি যুক্ত। টাকা লেনদেনের সময় তাঁর কণ্ঠস্বরও শোনা গেছে। সেই অডিও ক্লিপ হাতে পেয়েছে সিবিআই। সেই অডিয়ো স্যাম্পেলের সঙ্গে ‘কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে।
তবে অসুস্থতার কারণে আজও তাঁর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বস্তুত, ইতিমধ্যে কালীঘাটের কাকু-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। এখন দেখার সিবিআই কবে কাকুর কণ্ঠস্বরের নমুণা সংগ্রহ করতে পারে।