শেষ আপডেট: 9th March 2023 07:44
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনাবাহিনী (Indian Army) আগেই কম্যান্ডিং রোলে মহিলা আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। তারপর এই প্রথমবারের জন্য চিনের পূর্ব লাদাখ এলাকায় স্বাধীন ফিল্ড ওয়ার্কশপের জন্য মহিলা কম্যান্ডিং অফিসার (1st Woman Army Officer) হিসাবে নিযুক্ত করা হল কর্পস অফ ইলেক্ট্রনিকস এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্নেল গীতা রানাকে (Colonel Geeta Rana)।
ভারতীয় সেনার ফায়ার এন্ড ফিউরি কর্পস বিভাগের তরফে টুইট করে জানানো হয়েছে একথা। কয়েকদিন আগেই ভারতীয় সেনার কর্পস অফ ইঞ্জিনিয়ার্স, অর্ডিন্যান্স, ইলেক্ট্রনিকস এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শাখায় ১০৮টি শূন্যপদে মহিলা আধিকারিকদের নিয়োগের কথা ঘোষণা করেছিল। তাতেই কর্নেল গীতা রানাকে পূর্ব লাদাখ এলাকায় স্বাধীন ফিল্ড ওয়ার্কশপের কম্যান্ডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষার ফল ঘোষণার পর অন্যান্য শাখায় আরও বেশ কয়েকজন মহিলা আধিকারিককে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে সেনার তরফে।
শুধু তাই নয়, এরপর সেনাবাহিনীর পরীক্ষায় বসে আরও অন্যান্য উচ্চপদেও প্রমোশন পেতে পারবেন মহিলা আধিকারিকরা, এমনটাই জানিয়েছে ভারতীয় সেনা। প্রতিবেশী যেসব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেইসব দেশে যুগ্ম অভিযানেও পাঠানো হতে পারে সেনাবাহিনীর মহিলা আধিকারিকদের। এছাড়াও বিভিন্ন দেশের সঙ্গে শান্তিরক্ষার মিশনেও পাঠানো হবে তাঁদের।
মুখ্য সেনাপ্রধান মনোজ পাণ্ডে জানিয়েছেন, তিনি মহিলা সৈনিক এবং আধিকারিকদের সম্ভাব্য সমস্তরকম সশস্ত্র সেনাবাহিনীতে নিয়োগ করার পক্ষে, এবং সেই নিয়োগের কাজ খুব শিগগিরই শেষ হবে।
শহরের দুই হাসপাতালে আবারও শিশু মৃত্যু, জ্বর-শ্বাসকষ্টে ভুগছে বাচ্চারা