শেষ আপডেট: 25th September 2023 14:58
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় হাউসিং ফেডারেশনের (হাউসফেড) (Co-operative Society Housefeds) ৫৮ তম বার্ষিকী সোমবার পালিত হল। কলকাতার (Kolkata) শিশির মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে এই সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার। তিনি স্বাধীনতার আগে ও পরের সমবায় আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, হাউসফেডই সাধারণ মানুষকে প্রথম গৃহঋণ প্রদান শুরু করে। তিনি আরও বলেন, এই সংস্থা শুরু থেকেই সমবায় আন্দোলনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে এবং এখনও নানা প্রতিযোগিতার মুখোমুখি হয়েও গর্বের সঙ্গে এগিয়ে চলেছে।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমবায় ইউনিয়নের চেয়ারম্যান বিধায়ক স্বর্ণকমল সাহা। অনুষ্ঠানের পৌরহিত্য করেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় আবাসনের চেয়ারম্যান আশিস চক্রবর্তী। তিনি প্রতিষ্ঠানের সেরা কর্মী এবং সেরা শাখাকে পুরস্কৃত করেন। অনুষ্ঠানে হাউসফেডের পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশিত হয়।
আরও পড়ুন: নিয়োগ তদন্তে আরও অফিসার চাই, বিচারপতি সিনহার ধমকের মুখে বললেন ইডি অফিসার