শেষ আপডেট: 18 February 2024 09:21
রফিকুল জামাদার
সব ঠিক থাকলে আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায়ের ‘দিদি নাম্বার ওয়ানে’ এর সেটে দেখা যাবে বাংলার ‘দিদি’ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২১ তারিখ ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ১-এর সেটে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি যেহেতু এই প্রথম রিয়েলিটি শো-র সেটে যেতে পারেন, সেই কারণেই আগামীকাল ১৮ তারিখ নিরাপত্তা সংক্রান্ত মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। আগামিকাল সকাল ১১টা নাগাদ অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো মিটিং ডাকা হয়েছে।
কয়েকদিন আগেই কার্তিক বন্দ্যোপাধ্যায় তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সঙ্গে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রচনা। মনে করা হচ্ছে, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার ওয়ানে-এ আসার জন্য প্রস্তাব দিয়েছিলেন রচনা। আর সেই প্রস্তাবে রাজিও হয়েছেন বাংলার ‘দিদি’।
এই প্রথম কোনও রিয়েলিটি শো-তে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীই থাকবে এটা স্বাভাবিক। নবান্ন সূত্রে খবর, সেই কারণেই আগামীকাল নিরাপত্তা সংক্রান্ত মিটিং ডাকা হয়েছে। সব ঠিক থাকলে ২১ তারিখ দিদি নাম্বার ওয়ানে-এর শ্যুটিং সেটে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাওয়ার পরই জনমানসে একটা কৌতুহল তৈরি হয়েছিল। এমনিতে এ ধরনের সাক্ষাৎ নিয়ে সব সময়ে যে খুব কৌতূহল থাকে তা নয়। কিন্তু সময়ের গুণে অনেক ছোট ঘটনাই আতস কাচে বড় দেখায়। এখন ভোটের মরশুম। এমনিতেই গোটা ভারত জুড়ে অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে যোগ দেওয়ার একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় বাংলায় তা রীতিমতো ট্রেন্ডিং হয়ে গিয়েছে। টলি পাড়ার বাছা বাছা সব মুখ জোড়াফুলের নির্বাচিত প্রতিনিধি। দেব, শতাব্দী রায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী… তালিকা লম্বা।
তাই রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই এ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। রচনা কি লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হবেন, সে নিয়ে কৌতুহলও তৈরি হয়েছিল। তবে রচনা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়াবেন কিনা সেটা আলাদা বিষয়, আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি নাম্বার ওয়ানে-এর সেটে যেতে পারেন সেটা নিয়েই তোড়জোড় শুরু হয়েছে।