শেষ আপডেট: 21st September 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতাল যে ঘটনা ঘটেছে তার পর স্বাভাবিকভাবে আতঙ্কিত শহর তথা রাজ্যের মানুষ। কর্মক্ষেত্রে কেউ কতটা নিরাপদ তা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। অনেকেরই দাবি, যে কোনও কাজের জায়গা হোক, বহু সময়ে বহু কর্মী হেনস্থার শিকার হন। আর টালিগঞ্জও এইসব অভিযোগ থেকে বাদ নেই। তাই এবার কর্মক্ষেত্রে হেনস্থার তদন্তের জন্য যাতে বিশেষ কমিটি গঠন করা হয় তার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানো হল টলিপাড়া থেকে।
মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে 'ওয়েমেন ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কারস'। তাঁদের দাবি, কাজ করতে এসে বহু অভিনেতা, ক্রু সদস্য, টেকনিশিয়ান অনেক সময়ই হেনস্থার শিকার হন। কিন্তু তাঁদের অভিযোগকে গুরুত্ব দেওয়া হয় না বেশিরভাগ সময়। তাই এসব অভিযোগের তদন্ত করতে স্বাধীন একটি কমিটি গঠন করুক সরকার। মূলত আরজি করের ঘটনার পরই এমন একটি পদক্ষেপ নেওয়া আরও জরুরি হয়ে উঠেছে বলেই মনে করছে তাঁরা।
সংগঠন চাইছে, যে কমিটি গঠন করা হবে সেটি যৌন হেনস্থা তো বটেই, লিঙ্গবৈষম্যের অভিযোগ থেকে থেকে শুরু করে অসুরক্ষিত কাজের পরিবেশের বিষয়টিও খতিয়ে দেখবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়ার পাশাপাশি এই চিঠির কপি তাঁরা পাঠিয়েছে রাজ্যের নারী এবং শিশু সুরক্ষা মন্ত্রক, শ্রম মন্ত্রক, রাজ্য মহিলা কমিশন এবং তথ্য সংস্কৃতি দফতরেও।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিল টলিপাড়ার বহু পরিচিত মুখ। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত সহ বহু অভিনেতা-অভিনেত্রী, পরিচালক কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে সরব হয়েছেন। কেউ কেউ তো এমনও দাবি করেছেন যে, রাজ্যে নাকি কোনও কাজের জায়গাতেই মহিলারা সুরক্ষিত নয়। যদিও সে কথা মানতে চাননি অনেকেই, তবে একটা কিছু বদল আনা যে দরকার তা বেশিরভাগ মানুষই মনে করেন।
সম্প্রতি টালিগঞ্জে হইচই আরও বেড়েছে পরিচালক অরিন্দম শীল নিষিদ্ধ হওয়ায়। যৌন হেনস্থার অভিযোগ উঠেছে পরিচালকের বিরুদ্ধে। ডিরেক্টর্স গিল্ড থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। সরানো হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব থেকেও। শুধু তাই নয়, অরিন্দমের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর-ও। যৌন হেনস্থার অভিযোগ তোলা অভিনেত্রীই করেছেন সেই এফআইআর।