মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল বোস।
শেষ আপডেট: 5th March 2025 13:31
দ্য ওয়াল ব্যুরো: বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং তা ঘিরে মন্তব্যের জেরে গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।
সূত্রের খবর, সম্প্রতি ওই মামলায় রাজভবনের তরফে আদালতে হলফনামাও জমা দেওয়া হয়েছে। ওই মামলাতেই এবার আইনজীবী বদলে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আদালত সূত্রের খবর, সংশ্লিষ্ট মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী হিসাবে হাইকোর্টে সঞ্জয় বসুর নাম নথিভুক্ত ছিল। কিন্তু বুধবার ফক্স অ্যান্ড মণ্ডল নামে একটি সলিসিটর সংস্থার তরফে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে জানানো হয়েছে যে, এখন থেকে রাজ্যপালের মামলায় তারা মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করবে। সংস্থার তরফে আদালতকে এও বলা হয়েছে, এই মামলায় তাদের না জানিয়ে আদালত যেন কোনও পদক্ষেপ না করে।
প্রসঙ্গত, সঞ্জয় বসুকে রাজ্য সরকারের আইনজীবীর পদ থেকেও সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর মামলা থেকেও তাঁকে সরিয়ে দেওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। তবে নতুন সলিসিটর সংস্থা মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়লেও রাজ্যপালের করা নির্দিষ্ট এই মামলায় তিনিও সওয়াল করবেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
গত বছর লোকসভা ভোটের সময় রাজ্যের দুই বিধানসভাতেও নির্বাচন হয়েছিল। জয়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে সামনে এসেছিল রাজ্যপাল বনাম বিধানসভার দ্বন্দ্ব। যার জেরে প্রকাশ্যেই রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী এবং দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে।
ওই ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল। ওই মামলাতেই আইনজীবী বদলালেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
সূত্রের খবর, এদিন অবশ্য মামলার শুনানি হয়নি।