শেষ আপডেট: 6th October 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো: জয়নগরকাণ্ডে ৩ মাসের মধ্যে দোষীর ফাঁসির সাজা। রবিবার বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, দুএকটা ঘটনা ঘটছে তা নিয়ে চিৎকার করা হচ্ছে। মানুষের কাছে আবেদন ভুল পোস্ট দেখলেই 'ফেক' লিখবেন। বড় অপরাধ করে কেউ কেউ নিজেদের বড় স্টার ভাবছে। ভুয়ো খবর ধরে দিতে পারলে রাজ্যের তরফে পুরস্কারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা ক্ষোভপ্রকাশ করে বলেন, কেউ কেউ ওয়েলফেয়ার কমিটির নামে বদনামের চেষ্টা করে। কিন্তু মনে রাখতে হবে সবকিছুর শেষ আছে। সবাই পুলিশের দিকে আঙুল তুলছে। কিন্তু সরকার সবসময় পুলিশের পাশে আছে, থাকবে।
এরপরই রাজ্যে বন্যা পরিস্থিতিতে পুলিশের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, শত কষ্ট উপেক্ষা করে ওঁরা মানুষের পাশে দাঁড়িয়েছে। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছে। সারা দিনরাত এক করে মানুষের জন্য পথে থাকেন। কিন্তু এসব কেউ মনে রাখেন না। হাজার কাজের মধ্যে একটু অনিচ্ছাকৃতভাবে কোনও ভুল ত্রুটি হয়ে গেলেই অনেকেই সেটাকে নিয়ে কুৎসা, অপপ্রচার করে।
মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, যারা এসব নিয়ে অপপ্রচার করেন তাঁদের উদ্দেশে বলছি ভারতীয় সেনার যে সম্মান আছে, সেন্ট্রাল ফোর্সের যে সম্মান আছে পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের সম্মানও তাঁদের থেকে কোনও অংশে কম নয়। কাজ যে করে ভুল সে করে। পুলিশ সারাদিন ভাল কাজ করলে কেউ মনে রাখে না। বাংলায় দুএকটা ঘটনা ঘটে গেলে চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। কিন্তু দেশের অনান্য প্রান্তে এমন ঘটনা ঘটলে মুখে সবাই লিউকোপ্লাস্ট দিয়ে থাকে। একটা প্রতিবাদ করে না।
আগামীদিনে আরও উইনার্স বাহিনী তৈরির আশ্বাস দিয়ে মমতা বলেন, আমি চাই মেয়েরা পুলিশের কাজে ভালো করে অংশগ্রহণ করুন। আপনারা জোট বাঁধুন। মেয়েরাই পারে এই অন্যায় রুখতে। মমতা বারবার মনে করিয়ে দেন, আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টালিজন্সের যুগে সবকিছুই হচ্ছে। সবচেয়ে বেশি হচ্ছে সাইবার ক্রাইম। যারা ভিডিও বানিয়ে ব্যবসা করছেন তাঁদের একবারও মনে পড়ে না নির্যাতিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না। এতে তদন্ত প্রভাবিত হতে পারে।
মমতা এরপরই হুঁশিয়ারির সুরে বলেন,যারা দোষ করবে তাদের কড়া শাস্তি হবেই। রাজ্যে ইতিমধ্যে ৩টি ফাঁসির অর্ডার ইতিমধ্যে হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাতেও আগামী ৩ মাসের মধ্যে পুলিশ ফাঁসির অর্ডার দেবে।