শেষ আপডেট: 3rd June 2023 08:39
দ্য ওয়াল ব্যুরো: পিরিয়ডস আজও যেন এক নিষিদ্ধ শব্দ। মেয়েদের মাসিক সম্পর্কে পুরুষের ধারণা নেই বা তাদের সামনে প্রকাশ করা যাবে না মাসিকের যন্ত্রণার কথা, এমনটাই চলে এসেছে এত কাল। তবে, অনেকে বলেন যুগ পাল্টাচ্ছে। এখন পুরুষরাও (classmate helped woman during periods pain) সমান সহানুভূতিশীল তাঁদের চারপাশে ঘিরে থাকা মেয়েদের মাসিকের বিষয়ে।
পুরুষের সহানুভূতিশীলতার কথাটা যে সত্যি তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি ভাইরাল হওয়া এক টুইটে। আয়ুষ্কা নামে এক তরুণী টুইটারে লেখেন তাঁর সাম্প্রতিক অভিজ্ঞতার কথা। তাঁর কথায়, ইনস্টিটিউটে ক্লাস চলছিল, আচমকাই শুরু হয় মাসিকের ব্যথা। সেই সময়ে তাঁর নিজের কাছে এবং ক্লাসের অন্যান্য পরিচিত মেয়েদের কারও কাছেই স্যানিটরি ন্যাপকিন ছিল না।
https://twitter.com/AyuShhhhka/status/1663837852608909314?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1663837852608909314%7Ctwgr%5Ee44dd0e131be1b2a69e54e7cd15d31cc47e96404%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fshe-suddenly-got-periods-here-s-how-classmate-helped-101685767057929.html
এই সময়ে তাঁর সহায় হয়ে এগিয়ে আসেন একজন পুরুষ সহপাঠী। তিনিই ওই তরুণীকে স্যানিটরি ন্যাপকিন কিনে দেন। পাশাপাশি মাসিকের সময়ে মন ভাল রাখতে বান্ধবীকে খাওয়ান আইসক্রিমও।
বন্ধুর এই আচরণে অত্যন্ত খুশি আয়ুষ্কা। টুইটারে সবিস্তারে তিনি বর্ণনা করেছেন এই ঘটনার কথা। ওই যুবকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও। আয়ুষ্কার এই টুইটটি ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। পুরুষের দৃষ্টিকোণ যে সত্যিই পাল্টাচ্ছে তারই প্রমাণ দিলেন আয়ুষ্কার বন্ধু।
মমতা রেলের সমালোচনা করলেন রেলমন্ত্রীকে পাশে নিয়ে, বললেন, বড় তদন্ত প্রয়োজন