শেষ আপডেট: 6th February 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: ক্লাস ওয়ানের ছাত্রকে মাথা থেঁতলে খুন করার অভিযোগ উঠল ক্লাস এইটের এক ছাত্রের বিরুদ্ধে। ওই ছাত্রকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার থানার জবলা এলাকার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির আবাসিক স্কুলে।
মৃত ওই আবাসিক স্কুলের ক্লাস ওয়ানের ছাত্র। সোমবার মানবাজার থানার পুলিশ ওই স্কুলের ক্লাস এইটের এক ছাত্রকে আটক করে। প্রথমে তাকে পুরুলিয়ার শিমুলিয়া আনন্দমঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে পেশ করা হয় । পরে সেখান থেকে হুগলির কল্যাণ ভারতী হোমে পাঠানো হয় । হোস্টেলের বন্দিদশা থেকে মুক্তি পেতে এই খুনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে ওই কিশোর, এমনই তথ্য প্রাথমিক তদন্তে উঠেছে এসেছে পুলিশের কাছে ।
জানা যায়, গত ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে হোস্টেল সংলগ্ন মাঠে খেলা করতে গিয়েছিল প্রথম শ্রেণির ওই শিশুটি। পরে হোস্টেল লাগোয়া পুকুর পাড়ে ওই শিশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
ওইদিন বিকেলে ওই শিশুকে প্রথমে মানবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন । শিশুর নাক, মুখে ক্ষতচিহ্ন থাকায় সন্দেহ হয় সকলের ।
পরদিন ৩১ জানুয়ারি বুধবার দেহের ময়নাতদন্ত হয় পুরুলিয়া মেডিক্যাল কলেজে। ঘটনার তদন্তের দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় মৃত শিশুর পরিবার । অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ৫ ফেব্রুয়ারি সোমবার ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির এক ছাত্রকে আটক করে হোমে পাঠায় ।