শেষ আপডেট: 31st October 2024 00:01
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া হয়েছিল। শুধু তা কার্যকর করা যাচ্ছিল না। এবার সেটাই হল। পশ্চিমবঙ্গের দু’হাজারের বেশি স্কুলে ২০২৫ সাল থেকেই পঞ্চম শ্রেণি চলে আসছে প্রাথমিক শিক্ষার আওতায়। এই মর্মে ইতিমধ্যে জারি হয়েছে বিজ্ঞপ্তিও।
দেশের বিভিন্ন রাজ্যে প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এতদিন শুধুমাত্র বাংলাতেই এই নিয়ম ছিল না। তবে আগামী বছর থেকে তা কার্যকর হতে চলেছে। সরকারের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাস (নতুন শিক্ষাবর্ষ) থেকেই ২ হাজার ৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণি যোগ করা হবে। ইতিমধ্যে স্কুলশিক্ষা দফতর থেকে জেলা এবং কলকাতার সংশ্লিষ্ট প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।
বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের সংখ্যা প্রায় ৫০ হাজার। সেই জায়গায় প্রাথমিকভাবে দু'হাজারের বেশি স্কুলে এই নিয়ম চালু হচ্ছে আগামী জানুয়ারি থেকেই। আপাতত যে স্কুলগুলিতে এই নিয়ম চালু হবে তার মধ্যে কলকাতার ৫২টি স্কুল রয়েছে। সবথেকে বেশি সংখ্যক স্কুল রয়েছে মুর্শিদাবাদে, ৪৬৭টি। তারপর দক্ষিণ ২৪ পরগনা, ৩২৭টি।
এর পাশাপাশি মালদহর ২২৯টি, উত্তর ২৪ পরগনার ১৯৮টি, হাওড়ার ১৪৫টি, বীরভূমের ১১৯টি স্কুলেও এই নিয়ম কার্যকর হতে চলেছে। এছাড়াও বাঁকুড়া, কোচবিহার থেকে শুরু করে নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর জেলার একাধিক স্কুলও এই নিয়মের আওতায় পড়তে চলেছে।