শেষ আপডেট: 14th July 2018 06:47
ক্লাস টেনের ছেলেকে পুড়িয়ে খুন, রহস্য
দ্য ওয়াল ব্যুরো : উত্তরাখণ্ডের রাণীক্ষেতে এক অভিজাত স্কুলে দশম শ্রেণিতে পড়ত দীনেশ সিং বিস্ত। গত বৃহস্পতিবার ভোরে সে মর্নিং ওয়াকে বেরোয়। কিছুক্ষণ পরে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে তার পুড়ে যাওয়া দেহটি উদ্ধার করে স্থানীয়রা। কীভাবে সে পুড়ে গেল তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। সে নিজে বলছে, রাস্তা দিয়ে হাঁটার সময়, দুটি ছেলে আচমকা তার গায়ে কেরোসিন ঢেলে দেয়। তারপর লাইটার জ্বেলে আগুন লাগায়। আগেও ওই এলাকায় পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। ২০১৭ সালের ডিসেম্বরে রাকেশ কানওয়াল নামে এক দশম শ্রেণির ছাত্রের গায়ে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছিল। মারা যাওয়ার আগে সে বলেছিল, চার মুখোশপরা ব্যক্তি তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। দীনেশকে প্রথমে রাণীক্ষেতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে হালদোয়ানিতে বড় হাসপাতালে রেফার করেন। সেখানেই দীনেশ মারা যায়। পরপর দুটি একই বয়সী ছেলেকে করা বীভৎসভাবে কারা পুড়িয়ে মারল, তা নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। দীনেশের বাবা স্থানীয় একটি দোকানের মালিক। তিনি জানিয়েছেন, দীনেশ খুব শান্তশিষ্ট ছেলে ছিল। কেউ তার শত্রু ছিল না।