শেষ আপডেট: 8th March 2025 23:15
দ্য ওয়াল ব্যুরো: মধ্য কলকাতার কলুটোলা স্ট্রিটে ইফতার পার্টির মধ্যেই ঘটে গেল তীব্র অশান্তি। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এক যুবককে কোপানো হয়েছে এবং রড দিয়ে মারধর করা হয়েছে তাঁর সঙ্গীদেরও। আহত যুবকের নাম শরিক আমান। তিনি কলকাতা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে একটি ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ভিডিও থেকেই এই সংঘর্ষের সূত্রপাত বলে অভিযোগ।
অভিযোগ, শরিক আমান ওই ভিডিওতে দাবি করেন যে, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেআইনি ও নিষিদ্ধ কাজকর্মে জড়িত। ভিডিও পোস্ট করার পর কাউন্সিলরের অনুগামীরা শরিককে ভিডিওটি ডিলিট করতে চাপ দেন। এরপর তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তার ওপর বেধড়ক হামলা চালানো হয়।
ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন শরিক। শুধু তাই নয়, যারা তার সঙ্গে ছিলেন, তাঁদেরও রড দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বউবাজার থানার পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
ঠিক কী কারণে এই অশান্তি, তা খতিয়ে দেখছে পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখনও থমথমে। পুলিশি টহল বাড়ানো হয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।