শেষ আপডেট: 5th September 2024 11:39
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। এরই মধ্যে আবার শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুধু তাই নয়, এক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ পরিবারের দাবি, পুলিশ প্রথমে অভিযোগ নিতেই চায়নি! ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার এটিএম থেকে ফেরার সময় বছর ৫৫-এর এক মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে এক যুবক। তার বয়স ৩০-এর কাছাকাছি! মহিলাকে টেনে পাশের এক অন্ধকার জায়গায় নিয়ে যেতে চেয়েছিল সে। ওই সময়ে কিছুটা রাত হয়ে যাওয়ায় বেশি কেউ রাস্তায় ছিল না। তবে মহিলার চিৎকার শুনে কেউ কেউ বেরিয়ে আসেন। পরে অভিযুক্ত পালিয়ে যায়। গোটা বিষয়টি বাড়ির লোক এবং প্রতিবেশীদের জানানোর পর ওই মহিলা থানায় গেছিলেন অভিযোগ জানাতে। কিন্তু পুলিশ সহযোগিতা করেনি বলেই দাবি।
মহিলার পরিবারের অভিযোগ, থানায় যাওয়ার পর প্রায় ঘণ্টা দু’য়েক তাঁদের বসিয়ে রাখা হয়েছিল। এরপরও অভিযোগ নেওয়া হচ্ছিল না। পুলিশ নাকি তাঁদের কোনও কথাই শুনছিল না! নির্যাতিতার ছেলের আরও দাবি, অভিযুক্তর বাবা তাঁদের টাকা দিতে চেয়েছিলেন মায়ের চিকিৎসার জন্য! কিন্তু তাঁরা নেননি। তবে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন।
যদিও বারুইপুরের মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে তাঁরা। বৃহস্পতিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি ঘটনার তদন্ত চলছে। আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সভ্য সমাজকে। ক্রমাগত এই ঘটনার প্রতিবাদে আন্দোলন চলছে। বুধবার ফের 'রাত দখল' কর্মসূচি করেছে আমজনতা। জুনিয়র ডাক্তারদের ডাকে সাড়া দিয়ে রাতে ১ ঘণ্টা আলো নিভিয়ে, মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়েছে। কিন্তু রাজ্যের একাধিক জায়গা থেকে বারবার এই ধরনের ঘটনার খবর সামনে আসছে। তা উদ্বেগ বাড়াচ্ছেই।