শেষ আপডেট: 18th February 2025 20:02
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় ডিউটি করছিলেন। আচমকা হামলা! রক্তাক্ত অবস্থায় ঢলে পড়লেন মাটিতে। বজবজে সিভিক ভলেন্টিয়ারের ওপর এমন হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনের আলোয় দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার চড়িয়াল মোড়ে সিভিক ভলেন্টিয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। ধারাল অস্ত্র দিয়ে তাঁকে বেশ কয়েকবার কোপানো হয়। আহতর নাম উত্তর প্রামাণিক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক একটি ব্যাগ নিয়ে উত্তমের পাশ থেকে যাচ্ছিলেন। হঠাৎ সেটা থেকেই ধারাল অস্ত্র বের করে হামলা করেন।
আকস্মিক এই ঘটনায় প্রতিক্রিয়া দেওয়ারও কোনও সুযোগ পাননি ওই সিভিক। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়। স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন ওই সিভিককে সাহায্য করতে। তাঁকে প্রথমে বজবজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই ভর্তি তিনি।
আহত সিভিক ভলেন্টিয়ার বজবজের চন্ডীপুরের বাসিন্দা। আর পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি খড়িবেড়িয়ায় থাকেন। তবে কী কারণে তিনি উত্তমকে আক্রমণ করলেন তা এখনও বুঝে উঠতে পারছে না পুলিশ। ইতিমধ্যে তাঁকে জেরা করা শুরু করেছে তাঁরা।