শেষ আপডেট: 26th October 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। আমডাঙার চণ্ডীগড় পঞ্চায়েতের শশিপুর গ্রামে এই ঘটনায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে মৃতের নাম গিয়াসউদ্দিন সাহাজির(৩৪)। শনিবার ভোর রাতে বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। তাই তার পরীক্ষা করে দেখতে গিয়েছিলেন তিনি। তখনই বিদ্যুতের ছোবলে অসুস্থ হয়ে পড়েন। তার মায়ের চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসেন। চলে আসেন পড়শিরাও। সঙ্গে সঙ্গে তাঁকে আমডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বারাসত হাসপাতালে রেপার করা হয়।
বারাসত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তাতে তাঁর মৃত্যু হয়। বারাসত হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই সিভিক ভলান্টিয়ারের পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘরে সেই সময় কেউ উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পরে তাঁর মা ঘরে ঢুকে মেঝেতে পড়ে থাকতে দেখেন ছেলেকে। তাঁর চিৎকারেই সবাই ঘটনাটি জানতে পারেন।