শেষ আপডেট: 2nd April 2023 14:21
দ্য ওয়াল ব্যুরো: সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর এক জওয়ান (CISF jawan)।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের চণ্ডীগড়ে (Chandigarh) রবিবার সকালে। মৃত জওয়ানের নাম নাগা অর্জুন। ৩৫ বছর বয়সি ওই জওয়ান আদতে কর্নাটকের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন চণ্ডীগড়ে। পাঞ্জাব-হরিয়ানা সেক্রেটারিয়েটে পোস্টিং ছিল তাঁর।
রবিবার ভোর ৪টে নাগাদ আচমকাই গুলির শব্দ পেয়ে ছুটে যান ওই জওয়ানের সহকর্মীরা। দেখা যায়, রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। তার মধ্যেই পড়ে রয়েছেন নাগা অর্জুন।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছান সিআইএসএফের আধিকারিকরা এবং পুলিশ। ওই জওয়ানকে পরীক্ষা করার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়েই আত্মহত্যা করেছেন নাগা অর্জুন ((jawan shoots self))। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, গত বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি। যদিও মানসিক সমস্যার কারণেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
ভাঙা প্রেম জুড়ে যাবে, ফিরবে প্রেমিক! তরুণীকে প্রতারণা করে হাজতে জ্যোতিষী