শেষ আপডেট: 14th December 2023 13:48
দ্য ওয়াল ব্যুরো: কয়লা পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে সিআইএসএফের দুই অবসরপ্রাপ্ত কনস্টেবলের বাড়িতে তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা, মালদহ-সহ রাজ্যের একাধিক জেলার মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই।
তদন্তকারী সংস্থার দাবি, কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই দুই অবসরপ্রাপ্ত সিআইএসএফ কনস্টেবলের। শ্যামল সিং এবং স্নেহাশিস তালুকদার নামে এই দুই অবসরপ্রাপ্ত কনস্টেবল লালার 'মানি হ্যান্ডেলার' হিসেবে কাজ করতেন বলে দাবি তদন্তকারীদের।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার ভবানীপুর, আসানসোলের কুলটি, দুর্গাপুরের বেনাচিতি এবং মালদহের রতুয়ার পৌঁছে যান তদন্তকারীরা। একযোগে মোট ১২ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই।
তদন্তকারী সংস্থার দাবি, কয়লা মাফিয়া অনুপ মাজি ওরফে লালা একাধিক প্রভাবশালীদের এবং পুলিশ অফিসারদের কাছে টাকা পাঠাতো। যারা এই টাকা নিয়ে যেত অর্থাৎ যাদের মাধ্যমে টাকা পাঠানো হতো, তাঁদেরই অন্যতম শ্যামল সিং এবং স্নেহাশিস তালুকদার নামে এই দুই অবসরপ্রাপ্ত কনস্টেবল।
শ্যামলের পৈত্রিক বাড়ি মালদহের রতুয়ায়। আগামীকাল তাঁর ভাইঝির বিয়ে। আর এরইমধ্যে কেন্দ্রীয় এজেন্সির হানা। এজেন্সি আধিকারিকেরা বাড়ির ভেতরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। বাড়ির প্রত্যেক সদস্যদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়িতে রয়েছেন শ্যামল সিংও। এই শ্যামল দীর্ঘদিন আসানসোলে কর্মরত ছিলেন।
অন্যদিকে স্নেহাশিসের বাডি় দুর্গাপুরের বেনাচিতিতে। সেখানেও তল্লাশি অভিয়ান চালানো হচ্ছে। অভিযুক্ত দুই প্রাক্তন সিআইএসএফ কর্মীর কলকাতার ফ্ল্যাটেও চলছে তল্লাশি।