মনোজ পন্থ
শেষ আপডেট: 13 January 2025 14:00
দ্য ওয়াল ব্যুরো: সরকারি হাসপাতালে স্যালাইন থেকে প্রসূতির মৃত্যুর ঘটনায় হইচই রাজ্য জুড়ে। কলকাতা হাই কোর্টেও এ নিয়ে মামলা দায়ের হয়েছে। এই মুহূর্তে তিনজন প্রসূতি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। দু'জন রয়েছেন ভেন্টিলেশন সাপোর্টে।
বিতর্কের কেন্দ্রে এখন ওই স্যালাইন আসলে কী? তা কাদেরই বা দেওয়া হয়? স্যালাইন থেকেই কি রোগীর মৃত্যু হয়েছে? প্রাথমিক রিপোর্টে স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের কমিটি অনুমান করেছে যে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনই এঁদের অসুস্থতার কারণ। তবে যে প্রসূতি মারা গিয়েছেন তার কারণ স্যালাইন নাকি অস্ত্রোপচারের কোনও গলদ সেটা খতিয়ে দেখতেই এবার সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। জানালেন, যারা দোষী, তাঁদের কড়া শাস্তি দেওয়া হবে।
সোমবার বিকেলে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যসচিব। সেখানে তিনি বলেন, 'প্রাথমিক রিপোর্ট দু'দিনের মধ্যে পেয়েছি। তিন দিনের মধ্যে পরবর্তী রিপোর্ট পাওয়া যাবে। আশাকরি সিআইডির রিপোর্টও তাড়াতাড়ি পেয়ে যাব। তারপরেই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এ কোথাও বলেন যে রাজ্য আগে থেকেই একটা তদন্ত চালাচ্ছিল, তার মধ্যেই খবর পাওয়া যায় যে এই কোম্পানির স্যালাইন নিয়ে সমস্যা আছে। সেই কারণে তখন উৎপাদন বন্ধ করতে বলা হয়েছিল। জানুয়ারির ৭ তারিখ আবারও নির্দেশ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে নিজে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে আজ বৈঠক করেছেন বলেও জানান মনোজ। মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যারা যারা এই ঘটনায় জড়িত তাদের কোনও মতে ছাড়া হবে না।
যদিও আজকের সাংবাদিক বৈঠক থেকে একটা ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে। তা হল মুখ্যসচিব বলেছেন, 'ট্রেনি ডাক্তাররা অপারেশনের কাজে যুক্ত ছিলেন, যেটা হওয়ার কথা নয়। সিনিয়রদের থাকা উচিত ছিল।' এই গোটা ব্যাপারটাকেই একটা সিরিয়াস নেগলিজেন্স হিসেবে চিহ্নিত করেছে নবান্ন।