শেষ আপডেট: 4th November 2024 23:44
দ্য ওয়াল ব্যুরো: উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি। ফের বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল সিআইডি। সূত্রের খবর, নৈহাটি উপনির্বাচনের আগের দিনই তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে।
২০২০ সালে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলায় ‘সাক্ষী’ হিসাবে জিজ্ঞাসাবাদ করতেই অর্জুনকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। ১২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ভবানীভবনে হাজিরা দিতে হবে বিজেপি নেতাকে।
এই প্রথম নয়, গত সপ্তাহেও বিজেপি নেতাকে তলব করেছিল রাজ্যের তদন্তকারী সংস্থা। কিন্তু উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে আসেননি তিনি। এবার উপনির্বাচনের প্রচার শেষে ঠিক নৈহাটির উপনির্বাচনের আগের দিন ডাক পড়ল ব্যারাকপুরের অর্জুনের। তিনি পরিষ্কার জানিয়েছেন, আমাকে ভয় দেখানোর জন্যই ডেকে পাঠানো হয়েছে, কিন্তু অর্জুন সিং ভয় পায় না।
ভবানী ভবনে তলব নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই ভোটের আগের দিন বিজেপি নেতাকে তলব করা হয়েছে।
Just as washing coal repeatedly with milk doesn't make it clean and no matter how much effort is put in to straighten a dog's tail but when one lets it go, it again curls up; similarly no amount of humiliation in the Court or criticism by the media can knock some sense into… pic.twitter.com/Txn4AWFopg
— Suvendu Adhikari (@SuvenduWB) November 4, 2024
নন্দীগ্রামের বিধায়কের আরও অভিযোগ, মজার বিষয় হল, যে নোটিসটি ৫ নভেম্বর স্বাক্ষরিত হয়েছে। কিন্তু তার আগের দিন অর্থাৎ সোমবার তা কীভাবে সামনে আনল তদন্তকারী সংস্থা তা নিয়ে প্রশ্ন তুলে সিআইডিকে টাইম মেশিন কটাক্ষ করেছেন শুভেন্দু।