শেষ আপডেট: 23rd April 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: বলিপাড়ায় কান পাতলেই তাঁদের প্রেমের খবর কানাঘুষো শোনা যায়। গত বছর থেকে বিভিন্ন অনুষ্ঠানে ধরা পড়েছে অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপুরের রসায়ন। সুদূর বিদেশের মাটিতে ভক্তদের চোখ এড়াতে পারেননি বলিউডের নতুন চর্চিত যুগল। আর এবার আদিত্যর সঙ্গে মেয়ের সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনন্যার বাবা তথা অভিনেতা চাঙ্কি পাণ্ডে।
নয়ের দশকে দীর্ঘকায়, উজ্জ্বলবর্ণ, মাথায় এক ঝাঁক কোঁকড়া চুল নিয়ে অভিনেতা চাঙ্কি পাণ্ডের মধ্যে বলিউড হিরোসুলভ সব বৈশিষ্টই ছিল। কিন্তু তেমন সুযশ কামাতে পারেননি তিনি। বাবার পদাঙ্ক অনুসরণ করে বলিউডে পা রেখেছেন তাঁর মেয়ে অনন্যা পাণ্ডেও। অভিনয়ে দক্ষতার অভাব, 'নেপোটিজমে' সুবিধা সহ নিন্দুকদের একাধিক প্রতিক্রিয়াকে উড়িয়ে দিয়ে বেশ কয়েক বছর ধরে অভিনয় করে চলেছেন অনন্যা। তবে আজকাল অভিনয়ের থেকেও তাঁর প্রেম নিয়েই অনুরাগীদের মধ্যে কৌতূহল বেশি দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে অনন্যা এবং আদিত্য রায় কাপুরের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন চাঙ্কি।
মেয়ের পছন্দ নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, এমনটাই জানিয়েছেন চাঙ্কি। অভিনেতার সাফ বক্তব্য, "২৫ বছরের মেয়েকে আমি নিয়ন্ত্রণ করতে চাই না। আমি ওই বয়সে যা উপার্জন করতাম ও তার চেয়েও অনেক বেশি আয় করে। ওর নিজের পছন্দ মতো কাজ করার স্বাধীনতা রয়েছে।"
কারও সাহায্য ছাড়াই বলিউডে নিজের পথ চলার জন্য অনন্যার প্রশংসাও করেছেন চাঙ্কি। একইসঙ্গে মেয়ের ঘনিষ্ট দৃশ্যে অভিনয় নিয়ে তিনি সোজাসাপ্টা উত্তর দেন, "এতে আমার কোনও সমস্যা নেই। আমি হলিউডে দেখেছি। এতে কী এমন ক্ষতি আছে। সকলকে বিষয়টি মানতে হবে।'
দুই মেয়ে বাবার চেয়ে মার সঙ্গেই বেশি খোশ মেজাজে গল্প করেন বলে জানান চাঙ্কি। অভিনেতার কথায়, "আমার দুই মেয়েই ওদের মায়ের খুব কাছের। অবশ্য ভাবনাও ওদের বয়সের কাছাকাছি। যখনই পরামর্শের প্রয়োজন হয় আমি সবসময়ে পাশে আছি’।
বেশ কয়েক মাস আগে কফি উইথ করণের এক পর্বে আদিত্যর প্রতি নিজের ভাললাগার কথা স্বীকার করেছিলেন অনন্যা। ওই শোয়ের অষ্টম সিজনে আদিত্যের সঙ্গে নিজের সম্পর্ককে এক প্রকার সিলমোহর দেন চাঙ্কি-কন্যা। যুগলের প্রেমের খবর প্রকাশ্যে আসতেই একাধিক বার গোপনীয়তা ভঙ্গ হয়েছে তাঁদের। তবে প্রকাশ্যে এখনও কেউ মুখ খোলেননি।