আদালত চত্বর ছাড়ার সময় অভিযুক্তরা অভিযোগ করেন, তাঁদের ফাঁসানো হয়েছে। তাঁদের দাবি, সাংসদের স্বামী তাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন।
দোষী সাব্যস্ত শিক্ষক দম্পতি
শেষ আপডেট: 18 June 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তপশিলি জাতিভুক্ত প্রাক্তন সাংসদকে জাত তুলে গালিগালাজের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন এক শিক্ষক দম্পতি। চুঁচুড়া আদালতের বিশেষ এসসি-এসটি কোর্টে দোষী সাব্যস্ত করা হয় রিষড়ার বাসিন্দা নাসিম আখতার ও তাঁর স্ত্রী আনসারি খাতুনকে। আগামীকাল, বৃহস্পতিবার তাদের সাজা ঘোষণা করবে আদালত।
ঘটনার সূত্রপাত ২০২১ সালের ৬ সেপ্টেম্বর। ওই দম্পতির বাড়িতে মধুচক্র চলছে অভিযোগ পেয়ে ওইদিন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার ও তাঁর স্বামী সাকির আলি তাদের বাড়িতে যান। তখনই প্রাক্তন সাংসদকে জাত তুলে গালিগালাজ করা হয় এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা হয় বলে অভিযোগ।
অপরূপা পোদ্দারের দায়ের করা মামলার শুনানি চলে চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ স্পেশাল কোর্টে। বিচারক সঞ্জয়কুমার শর্মা অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (শ্লীলতাহানি) ও ৫০৬ (হুমকি) ধারায় নির্দোষ ঘোষণা করেন। তবে Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act-এর অধীনে জাত তুলে গালিগালাজের অভিযোগে দোষী সাব্যস্ত করেন। এই ধারায় সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত সাজা হতে পারে।
আদালত চত্বর ছাড়ার সময় অভিযুক্তরা অভিযোগ করেন, তাঁদের ফাঁসানো হয়েছে। তাঁদের দাবি, সাংসদের স্বামী তাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ যাওয়ার পর সেই টাকা ফেরত দিতে বাধ্য হন। এরই প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করা হয়েছে। তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন।
আসামী পক্ষের আইনজীবী মৃন্ময় মজুমদার বলেন, “ঘটনার দিন অভিযুক্তরা শ্রীরামপুর হাসপাতালে ছিলেন। আদালত মধুচক্র সংক্রান্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। তবু রায়ে আমরা হতাশ। এই রায় প্রত্যাশিত ছিল না, তবে বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে।”
অন্যদিকে সরকারি কৌঁসুলি শঙ্কর গাঙ্গুলি বলেন, “প্রাক্তন সাংসদ তপশিলি জাতিভুক্ত। তিনি অভিযুক্তদের বাড়িতে গিয়েছিলেন অভিযোগ খতিয়ে দেখতে। সেখানে তাঁকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়। মামলায় ৯ জন সাক্ষ্য দিয়েছেন। আদালতে আমরা প্রমাণ পেশ করতে পেরেছি। সেই ভিত্তিতেই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছে।”
এই মামলার সাজা ঘোষণা হবে বৃহস্পতিবার। তার আগে হুগলির শিক্ষামহল এবং রাজনৈতিক মহলে রায় নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।