শেষ আপডেট: 8th July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: পিছিয়েছে কিন্তু অতি সামান্য। প্যাঙ্গং লেকের ফিঙ্গার পয়েন্ট ৪ এলাকায় এখনও চিনের লাল ফৌজের তৎপরতা লক্ষ্য করা গেছে। ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ অবধি এলাকায় নিজেদের দখল পুরোপুরি ছাড়েনি চিনা বাহিনী। কাজেউ তল্পিতল্পা গুটিয়ে চিন যে ফেরার পথ ধরেছে এমনটা একেবারেই বলা যায় না। ভারতীয় সেনা সূত্র জানিয়েছে এমনটাই।
পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর তিন এলাকা থেকে সেনাবাহিনী সরানোর কথা ছিল চিনের। তার মধ্যে গালওয়ান উপত্যকা, গোগরা হট স্প্রিং ও প্যাঙ্গক সো থেকে সেনাবাহিনী কয়েক কদম পিছিয়েছে এমনটা ধরা পড়েছিল সাম্প্রতিক উপগ্রহ চিত্রে। প্ল্যানেট ল্যাবের তোলা উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল ২৮ জুন গালওয়ান উপত্যকায় যে সেনা ছাউনিগুলি ছিল, ৬ জুলাই সেই জায়গা পুরোপুরি ফাঁকা। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, গোগরা হট স্প্রিং এলাকা থেকেও প্রায় দেড় কিলোমিটারের মতো পিছিয়েছে চিনা ফৌজ। কিন্তু প্যাঙ্গং সো লেক?
ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, প্যাঙ্গং সো রেঞ্জের উত্তরে ফিঙ্গার পয়েন্ট ৪ ও ফিঙ্গার পয়েন্ট ৫ এর মাঝামাঝি এলাকা থেকে চিনের সেনা কিছুটা পিছিয়েছে ঠিক, তবে এলাকা পুরোপুরি ফাঁকা হয়নি। কয়েকটি তাঁবু, কিছু বুলডোজার ও সামরিক সরঞ্জাম সরানো হয়েছে মাত্র। ফিঙ্গার পয়েন্ট ৪-এ এখনও চিনা সেনা ঘাঁটি গেড়ে রয়েছে। এমনকি সেনা সূত্র এও জানাচ্ছে, গালওয়ান নদী উপত্যকা বরাবর চিনা বাহিনীর সাঁজোয়া গাড়িও দাঁড়িয়ে রয়েছে এখনও। নদী উপত্যকায় তারা কংক্রিটের কালভার্ট তৈরি করেছিল। সেই পরিকাঠামো এখনও রয়েছে।