শেষ আপডেট: 27th January 2022 09:55
দ্য ওয়াল ব্যুরো : 'কিছুদিন আগে চিন সীমান্তে (China border) নিখোঁজ হয়ে গিয়েছিলেন অরুণাচলের (Arunachal) এক যুবক। বৃহস্পতিবার চিন তাঁকে ভারতের সেনার (Indian Army) হাতে তুলে দিয়েছে'। বৃহস্পতিবার টুইট করে এমনই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ওই যুবকের নাম মিরাম তারোন। এদিন ভারতীয় সেনা ওই যুবকের ডাক্তারি পরীক্ষা করায়। এর আগে চিনের সেনাবাহিনী জানায়, তারা মিরামের খোঁজ পেয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তাঁকে ভারতে ফেরাতে দেরি হয়। গত ২৫ জানুয়ারি কিরেন টুইট করে বলেন, শোনা যাচ্ছে, মিরাম এখন চিনা সৈনিকদের হেপাজতে আছেন। তাঁকে নিরাপদে ফেরানোর ওপরেই সরকার জোর দিচ্ছে। মন্ত্রী আবেদন জানান, ওই যুবক সম্পর্কে কেউ যেন দায়িত্বজ্ঞানহীন বিবৃতি না দেন। গত ১৯ জানুয়ারি চিন সীমান্তে ওই যুবক 'হারিয়ে যান'। তারপরেই ভারতীয় সেনা চিনের লাল ফৌজের সঙ্গে যোগাযোগ করে। যুবকটিকে খুঁজে বার করার জন্য চিনা সৈনিকদের সাহায্য চায় ভারত। ১৯ জানুয়ারি ওই যুবকের সঙ্গে চিনা এলাকার কাছাকাছি গিয়েছিলেন আর এক স্থানীয় বাসিন্দা। তাঁর নাম জনি ইয়ুং। তিনি বলেন, "মিরিয়ামের সঙ্গে আমিও সিয়াঙ্গলা এলাকায় শিকার করতে গিয়েছিলাম। অন্ধকারে বেশি দূরে দেখা যাকচ্ছিল না। আচমকা চিনা সৈনিকরা মিরামকে পাকড়াও করে। তারা আমাকেও ধরার চেষ্টা করেছিল। কিন্তু আমি পালিয়ে আসি।" জনি পরে ভারতীয় সেনাকে খবর দেন, মিরামকে ধরে নিয়ে গিয়েছে চিনা সেনা। পরদিন মিরামের বাড়িতেও তিনি খবর দেন।