শেষ আপডেট: 6th July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে পিছু হটছে চিনা ফৌজ। পূর্ব লাদাখে গালওয়ান উপত্যকার সংঘর্ষস্থল এবং আরও দুই জায়গা থেকে অন্তত এক কিলোমিটার পিছিয়ে গেছে চিনা বাহিনী। পেট্রোলিং পয়েন্ট ১৪ ও গোগরা হট স্প্রিংয়ের কাছে তাদের তাঁবুগুলোও উধাও হয়েছে। গতকাল রাত থেকেই তল্পিতল্পা গুটোতে শুরু করেছে চিনের লাল ফৌজ, ভারতীয় সেনার দাবি এমনটাই।
গত ১৫ জুন লাদাখের গালওয়ানের পিপি ১৪ এলাকায় ভারত ও চিন সেনাবাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পরে দুই দেশের সেনাকর্তারা তিনবার বৈঠকে বসেন। শেষবার বৈঠক হয় ৩০ জুন। দুই দেশের কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরেও সীমান্ত সমস্যার সমাধান হয়নি বলেই জানা যায়। গত ৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাদাখ সফরের পর বরফ সামান্য গলে। কমিউনিস্ট চিনের নাম মুখে না আনলেও বেজিংকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, “সাম্রাজ্য বিস্তারের জমানা খতম হয়ে গিয়েছে। এখন উন্নয়নের জমানা। ইতিহাস সাক্ষী রয়েছে সাম্রাজ্যবাদী শক্তি হয় পরাস্ত হয়েছে, কিংবা পিছু হটতে বাধ্য হয়েছে।”সম্প্রতি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই কে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ফোনের পর থেকেই পিছু হঠতে শুরু করে চিনা বাহিনী। সেনা সূত্রে জানানো হয়, দু’দেশের সেনার মধ্যে আপাতত তিন কিমি বাফার জ়োন থাকবে বলে ঠিক হয়েছে।