শেষ আপডেট: 20 December 2023 04:19
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল পড়ুয়াদের ছুটি বৈষম্য নিয়ে প্রশ্ন ছিলই। দুই স্তরের পড়ুয়াদের মধ্যে ছুটির এই বৈষম্য দূর করতে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ যৌথভাবে বৈঠকেও বসেছিল কিন্তু শেষ পর্যন্ত এবারও বজায় রইল ছুটির সেই বৈষম্য।
সূত্রের খবর, সোমবার রাতে প্রাথমিক শিক্ষা পর্ষদের ছুটির চূড়ান্ত তালিকা তৈরি করেছে বিকাশ ভবন। তাতে এবারের দুর্গাপুজো, কালীপুজোয় রবিবার বাদ দিয়ে সাকুল্যে ১৫ দিনের ছুটি পাবে প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়ারা। অথচ এই একই সময় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ার রবিবারগুলি বাদ দিয়ে মোট ২৫ দিন ছুটি পায়।
চলতি বছরে প্রাথমিকের পড়ুয়ারা ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর ছুটি পাবে। আবার কালীপুজো এবং ভাইফোঁটার জন্য ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল অর্থাৎ লক্ষ্মীপুজো এবং কালীপুজোর মাঝে খোলা থাকবে প্রাথমিকের স্কুল। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে অবশ্য এই ছুটি টানা চলতে থাকে। স্কুল খুলে ভাইফোটার পর।
প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে পড়ুয়াদের ছুটির এই বৈষম্য নিয়ে একান্ত আলাপচারিতায় শিক্ষক-শিক্ষিকারাও বলছেন, এই বৈষম্য থাকা উচিত নয়। কারণ এর ফলে ছোটদের মনে প্রভাব পড়ে। বিশেষত একই বাড়িতে যদি দুটি সন্তানের একজন প্রাথমিক এবং অন্যজন মাধ্যমিক স্তরের হয় তাহলে এক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি হয়। দাদা, দিদিরা পুজোর ছুটিতে বাড়িতে বসে ছুটি কাটাচ্ছে অথচ তাকে কেন স্কুলে যেতে হচ্ছে, এই প্রশ্নের মুখে পড়তে হয় অভিভাবকদেরও।
সূত্রের খবর সে কারণে দুটি স্তরের পড়ুয়াদের ছুটি বৈষম্য দূর করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে ছুটি কাটছাঁট করে সাম্যতা ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছিল শিক্ষা দফতরে। যদিও সেই প্রস্তাব বাতিল করা হয়েছে শেষ মুহূর্তে। ফলে এবারেও প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে ছুটির বৈষম্য রয়ে গেল।