ঘটনাস্থলে রয়েছে পুলিশ। কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।
ছবিটি প্রতীকী (ফাইল)
শেষ আপডেট: 18 May 2025 13:07
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের লাউদোহায় একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ। জখম এক শিশু। বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যে বাড়িটির একটি দেওয়াল ধসে পড়ে।
ঘটনাস্থলে রয়েছে পুলিশ। কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে। পরিত্যক্ত বাড়িতে বোমা বা এমন কিছু লুকিয়ে রাখা ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে।
এদিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে হঠাৎই বিকট শব্দ শুনতে পান তাঁরা। গিয়ে দেখেন ধোঁয়া চারিদিকে। ভেঙে পড়েছে দেওয়ালের একাংশ। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলেন।
এলাকায় কোনও সন্দেহভাজন কিছু পড়ে থাকতে দেখেনি কেউই। তবুও এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিতরেও কিছু রয়েছে কিনা তা দেখছেন আধিকারিকরা।