শেষ আপডেট: 17th January 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে নিজের মনে খেলছিল শিশুটি। হঠাৎ দেওয়াল ভেঙে পড়ল! তাতেই মৃত্যু। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে। মৃত শিশুর নাম অনুষ্কা মণ্ডল (৫)। আর এই ঘটনায় জখম হয়েছে অঙ্কিতা মণ্ডল নামে আরও এক শিশু।
মগরাহাটের এক নম্বর ব্লকের অন্তর্গত দেউলান নাজরা মণ্ডলপাড়া এলাকা এই ঘটনায় এখন শোকস্তব্ধ। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়িরই দোতলায় কাপড় দিয়ে দোলনা বানিয়ে দুই বোন খেলছিল। সেই সময় হঠাৎই ইটের দেওয়াল ভেঙে যায়। তার নীচেই চাপা পড়ে যায় দুজন। ঘটনাস্থলে মৃত্যু হয় অনুষ্কার।
অঙ্কিতাকে দ্রুত ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে পরিবারের লোকজনেরা। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এখন সে চিকিৎসাধীন।
মগরাহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লা জানান, 'শুক্রবার সকালে এমনই এক মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। দলের পক্ষ থেকে আহত শিশুর চিকিৎসার জন্য সমস্ত রকম দায়িত্ব আমরা নিয়েছি এবং যত দ্রুত সম্ভব মৃত শিশুর দেহের ময়না তদন্ত করা হয় সে ব্যবস্থা আমরা করছি।'