বন্যাকবলিত এলাকায় মুখ্যসচিব
শেষ আপডেট: 22 September 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো: ডিভিসি জল ছাড়ায় ভেসে গিয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলির একাংশ। ত্রাণের জন্য হাহাকার দেখা গিয়েছে সেখানে। বাড়ি-ঘর ডুবে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন দুর্গতরা।
প্রতিবছর নদীর জল বেড়ে যাওয়া ভেসে যায় এলাকা। এবার সেখানেই পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সেই ছবি পোস্ট করে লেখা হল 'পাশে আছি। পশ্চিম মেদিনীপুরের বন্যাদুর্গত এলাকায় ত্রাণকার্য স্বয়ং মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে।'
পাশে আছি
— West Bengal Police (@WBPolice) September 22, 2024
পশ্চিম মেদিনীপুরের বন্যাদুর্গত এলাকায় ত্রাণকার্য স্বয়ং মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে। pic.twitter.com/XeGblpvfOf
পশ্চিম মেদিনীপুরের এসপি ধৃতিমান সরকার বন্যাদুর্গতদের পাশে প্রথম দিন থেকেই ছিলেন। সেখানকার প্রত্যন্ত এলাকায় কখনও নৌকা, কখনও ট্রলারের করে পরিদর্শনও করেন। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাঁর এহেন ভূমিকায় অনেকেই প্রশংসা করেন বলে খবর।
এবার সেখানেই মুখ্যসচিব মনোজ পন্থ, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম-সহ অন্যান্য আধিকারিকরা পৌঁছে যান। কথা বলেন বন্যাকবলিত মানুষদের সঙ্গে। সেখানেও তাঁদের সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুরের এসপি।
প্রসঙ্গত, রবিবার দুপুরে হুগলীর খানাকুলেও গিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব। কিশোরপুর অঞ্চলের তালিত সহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। বানভাসি মানুষদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিষ সেন, হুগলি জেলাশাসক মুক্তা আর্য সহ প্রশাসনিক কর্তারা। বন্যা কবলিতদের হাতে ত্রাণ, জামাকাপড়, বইও তুলে দেওয়া হয়।
মুখ্য সচিব আশ্বাস দেন, বানভাসি মানুষদের সব রকমের সাহায্য করা হবে। আস্তে আস্তে সবাইকে সাহায্য করা হবে। জল একটু নামলেই বাঁধের কাজ শুরু হয়ে যাবে।