শেষ আপডেট: 30th September 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: মহালয়ার দিন দুর্যোগের আশঙ্কা! সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর রাজ্যের সব জেলাকেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের সমস্ত মন্ত্রীদের সতর্ক থাকার পাশাপাশি পুজো যেন শান্তিতে কাটে সেবিষয়ে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
মনোজ পন্থ বলেন, মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে মহালয়ার দিন রাজ্যে দুর্যোগের আশঙ্কাপ্রকাশ করেছেন। তিনি নির্দেশ দেন দুর্গাপুজোর পাশাপাশি রাজ্যের বানভাসী পরিস্থিতিতে উচ্চপদস্থ আধিকারিকরা যেন সবসময় নজর রাখেন। জেলাশাসক থেকে শুরু করে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর-সহ সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
মুখ্যসচিব আরও জানান, মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন পুজো আসছে এটা যেমন ঠিক, তেমনি রাজ্যের বন্যা পরিস্থিতির কথা ভুলে গেলে চলবে না। যেসব মন্ত্রীদের এলাকায় বন্যা হয়েছে তাঁরা বন্যা দুর্গতদের বিষয়ে বিশেষ নজর দেবেন। প্রয়োজনে পাশের এলাকাগুলোর দিকেও খেয়াল রাখবেন। যেসব মন্ত্রীদের এলাকায় বন্যার ভ্রুকুটি নেই, তাঁরা বন্যা কবলিত এলাকার জন্য প্রয়োজনীয় ত্রাণ সংগ্রহ ও বিতরণের বিষয়ে নজর দেবেন।
কোশী নদী থেকে জল ছাড়ার ফলে রাজ্যে প্লাবনের যে সম্ভাবনা তৈরি হয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট জেলাশাসকদের সতর্ক থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি বন্যা দুর্গতদের ত্রান দেওয়ার বিষয়টিকে তিনি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে খবর।