শেষ আপডেট: 10th June 2023 13:14
দ্য ওয়াল ব্যুরো: আগামী কাল রবিবার বাস কন্ডাক্টর হবেন কর্নাটের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। না, কোনও সিনেমা, বা তথ্যচিত্রের জন্য কন্ডাক্টর সাজবেন না দেশের প্রবীণতম এই মুখ্যমন্ত্রী। আসলেই একাধিক বাসে তাঁকে রবিবার কন্ডাক্টর হিসাবে দেখা যাবে সরকারের প্রয়োজনেই।
রবিবার থেকে কর্নাটকে চালু হচ্ছে ‘শক্তি’। রাজ্যে সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস ভোটের আগে কথা দিয়েছিল সরকার গড়ার সুযোগ এলে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের সুযোগ দেওয়া হবে। প্রিয়ঙ্কা গান্ধী সেই কর্মসূচির নাম রেখেছিলেন ‘শক্তি’। কংগ্রেস সরকারের বক্তব্য, সরকারি এই সুবিধা কর্নাটকের মহিলাদের অনেক দূর এগিয়ে দেবে। দ্রব্যমূল্য যে জায়গায় পৌঁছেছে তাতে বিনা ভাড়ায় সরকারি বাসে যাতায়াত বিরাট বড় সুযোগ।
রবিবার মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে ছেড়ে যাওয়া একটি বাসে উঠবেন। সেই বাসের মহিলা যাত্রীদের হাতে বিনা ভাড়ার টিকিট তুলে দেবেন তিনি। কর্নাটকে অনেক আগেই বাসে মেশিনে বোতাম টিপে টিকিট দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে, বিনা ভাড়ায় যেতে চাইলেও সেই মহিলা যাত্রীর নামে টিকিট ইস্যু করা হবে। যাতে সরকার বুঝতে পারে, কত যাত্রী এই সুবিধা নিচ্ছেন। এছাড়া রাজ্য সরকার এই সুবিধা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছ্বল-অসচ্ছ্বল ভাগাভাগির ব্যবস্থা রাখেনি। যে কোনও মহিলাই এই সুবিধা পেতে পারেন।
দক্ষিণী সিনেমার সুপার স্টার রজনীকান্ত পর্দায় আসার আগে বেঙ্গালুরুতে বাসের কন্ডাক্টর ছিলেন। রবিবার রাজনৈতিক প্রয়োজনে কন্ডাক্টরের ভূমিকায় অবতীর্ণ হবেন সিদ্দারামাইয়া।
শুধু মুখ্যমন্ত্রী নন, সব মন্ত্রী এবং বিধায়কদেরও বলা হয়েছে নিজের নিজের নির্বাচনী কেন্দ্রে বাসে উঠে মহিলা যাত্রীদের হাতে বিনা ভাড়ার টিকিট তুলে দিতে।
কর্নাটকের বিধানসভা ভোটে কংগ্রেস পাঁচটি পরিষেবা সংক্রান্ত সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রাক নির্বাচনী ঘোষণা মতো মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রতিশ্রুতিগুলি পালনের সিদ্ধান্ত হয়। চলতি মাস থেকেই রাজ্য সরকার পরিবার পিছু দুশো ইউনিট বিদ্যুৎ নিখরচায় দেওয়ার কথা ঘোষণা করেছে। মহিলাদের জন্য চালু করেছে গৃহলক্ষ্মী যোজনা। ওই প্রকল্পে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মহিলাকে মাসে দু হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার।
এছাড়া দু ধরনের বেকারভাতাও চালু করা হবে। গ্র্যাজুয়েট বেকাররা পাবেন মাসে তিন হাজার টাকা করে। আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন নন-গ্র্যাজুয়েটরা। সেগুলিও চালু করার কাজ শুরু হয়েছে।
শাহের নিশানায় ‘রাহুল বাবা’, ‘বিদেশে দেশের নিন্দা অনাকাঙ্খিত’