শেষ আপডেট: 26th July 2024 11:47
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা থাকলেও যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সব ঠিক থাকলে শুক্রবার দুপুরের বিমানে দিল্লি যেতে পারেন তিনি। তবে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা এখনও বহাল।
২৭ জুলাই নীতি আয়োগের বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রীর ওই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার মমতা দিল্লির উদ্দেশে রওনা দেবেন বলে কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী। তবে নবান্নে সূত্রে খবর, আজ দুপুর ১২.৪৫-এর বিমানে দিল্লি যেতে পারেন। নির্ধারিত সূচি অনুযায়ী, দিল্লি গিয়ে নীতি আয়োগের বৈঠকেই যোগ দেওয়ার কথা মমতার। তবে রাজধানী গেলেও সেখানে তিনি থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
মঙ্গলবার ‘নজিরবিহীন’, ‘একপেশে’ বাজেট পেশ করার প্রতিবাদে নীতি আয়োগের গুরুত্বপূর্ণ বৈঠকটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়া জোটের বেশিরভাগ মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে তৃণমূল অবশ্য সম্পূর্ণ ভিন্ন বক্তব্যের কথা শুনিয়েছিল। দলের নেতা ডেরেক ও ব্রায়েন সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস বাকি বিরোধী দলগুলির সঙ্গে একযোগে সংসদে লড়াই করছে। করেও যাবে। তাই বলে জোটের সব সিদ্ধান্তে দলের সায় নাও থাকতে পারে। তারপরই মুখ্যমন্ত্রী সফর বাতিল হওয়ায় স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠেছিল। এখন এটাই দেখার দিল্লি গিয়ে আদতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের একটা বড় অংশের বক্তব্য, নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে রাজ্যের দাবিদাওয়া পেশ করার পাশাপাশি বাজেটে বৈষম্য নিয়েও সরব হবেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতে রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছেন, মমতা যদি দিল্লি গিয়েও এই বৈঠকে যোগ না দেন তাহলে তাঁর কী কর্মসূচি থাকবে সেটাও দেখার বিষয় হবে। তবে জোটের সিদ্ধান্তের কারণে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো মমতাও নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না।