Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনেরসঙ্গে পোষ্য, তাই উইম্বলডনের ক্যাফেতে ঢুকতে পারলেন না নাভ্রাতিলোভা, সমাজমাধ্যমে বিতর্কBharat Bandh: বুনিয়াদপুরে পিকেটিংয়ে বাধা, সিপিএম নেতাকে চড় থানার আইসি-র! প্রবল উত্তেজনাপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনাই, দাবি বিবিসি'র, কী বলছেন আওয়ামী লিগ নেত্রী
Mamata Banerjee

নজরে চা বাগান, তিনদিনের সফরে আলিপুরদুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, একগুচ্ছ ঘোষণার সম্ভাবনা

মাদারিহাটে জয়ের পর মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নজরে চা বাগান, তিনদিনের সফরে আলিপুরদুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, একগুচ্ছ ঘোষণার সম্ভাবনা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 18 January 2025 05:27

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে ফের জেলা সফরে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, আগামী ২১ জানুয়ারি আলিপুরদুয়ারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

পরের দিন অর্থাৎ ২২ জানুয়ারি আলিপুরদুয়ারের  প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ জানুয়ারি সুভাষিণী চা বাগানে যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রশাসনিক সভা থেকে বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী, জমির পাট্টা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধে সাধারণ মানুষের হাতে তুলে দেবেন তিনি।


বস্তুত, গত নভেম্বরে রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হয়। ৬টিতে জয়ী হয় শাসকদল। এরমধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মাদারিহাট বিধানসভা কেন্দ্র। 

২০১১ সালের পরিবর্তনের ঝড় হোক কিংবা ২০২৪ সালের লোকসভা ভোট। উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা বরাবরই তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল। এহেন এলাকাতেই এবার বিজেপি প্রার্থীকে পরাস্ত করে শেষ হাসি হেসেছে শাসকদল। স্বভাবতই, মাদারিহাটে জয়ের পর মুখ্যমন্ত্রীর এই সফর যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যে মাদারিহাটের তিনটি চা বাগানে ৭০০ চা সুন্দরী শ্রমিক আবাস তৈরি করা হয়েছে। চা শ্রমিকরা এখন প্রতিদিন ২৫০ টাকা মজুরি পাচ্ছেন। বাগানগুলিতে পানীয় জলের সমস্যা মেটানো হয়েছে। প্রশাসনিক সভা থেকে এবার আর কী ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান তা নিয়ে কৌতূহল রয়েছে বিভিন্ন মহলে।

সূত্রের খবর, এর পাশাপাশি সীমান্তের নজরদারির বিষয়েও এ দফার সফর থেকে খোঁজখবর নিতে পারেন মুখ্যমন্ত্রী।


ভিডিও স্টোরি