শেষ আপডেট: 20th January 2025 18:26
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ সফরে গিয়ে মালদহের নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মালদহের ইংরেজ বাজারে নিহত তৃণমূল নেতার বাড়িতে যান মুখ্যমন্ত্রী। উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের কাউকে রেয়াত করা হবে না।
জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য এদিন এসপি, ডিএমকেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পরে এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, "এসপি, ডিএমকে যা বলার বলেছি। কোনও অবস্থাতেই আইনশৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না।"
জানুয়ারির গোড়ায় পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন তৃণমূল নেতা বাবলা সরকার। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে নবান্নের বৈঠক থেকে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এসপির তীব্র সমালোচনাও করেছিলেন।
যদিও বাবলা সরকার খুনের ১২ দিনের মাথায় ফের মালদহে খুনের ঘটনা ঘটে। বাবলা সরকারের মতো এক্ষেত্রেও দলীয় গোষ্ঠী রাজনীতির অভিযোগ উঠেছে। দুটি খুনের ঘটনাতেই তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আইনের চোখে অপরাধী অপরাধীই। ফলে কাউকে রেয়াত করার প্রশ্নই নেই।"
একই সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলেন, "বাবলার সঙ্গে আমার অনেকদিনের পরিচিতি। মন থেকে দলটা করতো, এলাকাতেও ভীষণ জনপ্রিয় ছিল ও।" বাবলার অসমাপ্ত কাজ তাঁর স্ত্রী চৈতালী করবেন বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।
এরপরই মালদহের রাজনীতি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বস্তুত, লোকসভা কিংবা বিধানসভায় এখানে শাসকদল জিততে পারে না। অথচ, পঞ্চায়েত বা পুরসভায় তৃণমূল জেতে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এখানে অন্যরকম খেলা চলে। এই জেলার রাজনৈতিক সমীকরণ আমি বুঝি না। এই রহস্য ভেদ করতে হবে।"