শেষ আপডেট: 21st February 2025 17:38
দ্য ওয়াল ব্যুরো: প্রতিবারের মতো এবারও দেশপ্রিয় পার্কে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং বিশিষ্টরা। উপস্থিত রয়েছেন রাজ্যের একাধিক খ্যাতনামা শিল্পী।
কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে তাঁর স্মৃতির উদ্দেশে এক মিনিট নীরবতা পালন করা হয়। শুরুতে কবিতা পাঠ করেন জয় গোস্বামী। পরে গান পরিবেশনা করেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। পুরো অনুষ্ঠানটির পরিচালনা করছেন গায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। সকলের কথাতেই বারে বারে উঠে এসেছে প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা।
ভাষা আন্দোলনে বাংলাদেশের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে সকলের বক্তৃতায় উঠে এল বাংলাদেশের বর্তমান সময়ের অস্থির পরিস্থিতির প্রসঙ্গও।
মুখ্যমন্ত্রীর কথাতেও উঠে এল প্রয়াত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "প্রতুলদা তো চলে গেলেন। কিন্তু তাঁর 'আমি বাংলায় গান গাই' রয়ে গেল!"
শিল্পীর প্রয়াণের ৪৮ ঘণ্টা আগে এসএসকেএমের আইসিইউতে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "ওটাই আমার সঙ্গে শেষ দেখা। আমাকে দেখে চোখ খুলে তাকালেনও। ইশারায় বুঝিয়ে ছিলেন, দিন ফুরিয়ে এসেছে। এটাই আমার সঙ্গে ওনার শেষ কথা। পার্থিবজগতে উনি না থাকলেও আমাদের হৃদয়ে তিনি চিরজীবন থাকবেন।"
এরপরই ভাষার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শুধু আমাদের মাতৃভাষা নয়, আমরা সব ভাষাকেই শ্রদ্ধা জানায়। সকলে সকলের ভাষা নিয়ে ভাল থাকুন। তবে বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল, থাকবে। দেরিতে হলেও আমরা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছি।
এজন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বস্তা বস্তা নথি দিয়ে ব্রাত্য প্রমাণ করে দিয়েছেন, বাংলা ভাষা হাজার বছরের পুরনো ভাষা।" এদিন বক্তৃতার শেষে নিজের লেখা একটি কবিতা পড়ে শোনান মুখ্যমন্ত্রী। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এদিনের অনুষ্ঠান শেষ হয়।