শেষ আপডেট: 17th March 2025 23:22
দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারের দোকানে ঢাকা না দিয়ে কত না খাবারই বিক্রি হয়। এ নিয়ে ক্রেতাদের অভিযোগের অন্ত নেই।
সোমবার ফুরফুরা শরিফে পীর আবু বক্কর সিদ্দিকীর মাজারে যাওয়ার পথে এরকমই একটি হরেক রকমবা খাবারের দোকান দেখে হনহন করে সেদিকে এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বিক্রিবাটার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি নরম সুরে প্রবীণ বিক্রেতার উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, "ঢাকা দিয়ে বিক্রি করুন, ধুলো উড়ছে মাছি বসছে তো!"
যা শুনে শশব্যস্ত হয়ে পড়েন দোকানদার। রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্দেশে বলেন, "হ্যাঁ ম্যাডাম! আপনি ঠিকই বলেছেন। মনে থাকবে, এখন থেকে ঢাকা দিয়েই খাবার বিক্রি করব।"
মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য সচেতনতার কথা সর্বজনবিদিত। একই সঙ্গে তিনি যেখানেই যান না কেন, আশেপাশের সবদিকে নজরও থাকে তাঁর। এদিন ফুরফুরার ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পীর আবু বক্কর সিদ্দিকীর মাজারে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার উপর কনভয় থামিয়ে পায়ে হেঁটেই মাজারে প্রবেশ করেন তিনি।
যাওয়ার পথে রাস্তার ধারেই দেখতে পান বিভিন্ন রঙের মোরব্বা, হালুয়া, গজার দোকান। প্রবীণ দোকানদার ইসমাইল মুফতির কাছ থেকে ব্যবসার খোঁজ খবর নেন। বিক্রি কেমন হচ্ছে, শরীর ভাল আছে কিনা ইত্যাদি জানার পর মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, "কষ্ট করে মানুের জন্য যে খাবারগুলো তৈরি করছেন, সেগুলো ঢাকা দিয়ে বিক্রি না করলে তো মানুষের শরীর খারাপ হবে। এই খাবারে মশা, মাছি বসছে, সেটাই মানুষ খাবেন। এটা কি ঠিক?"
ডিভ কেটে ওই দোকানদার মুখ্যমন্ত্রীকে বলেন, "ম্যাডাম আপনি ঠিকই বলেছেন, এমন ভুল আর হবে না।"
মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়েও মোরব্বা খাওয়াতে না পেরে পরে আফশোসও করেন ওই দোকানদার। তাঁর কথায়, "এর আগে এত কাছ থেকে কখনও মুখ্যমন্ত্রীকে দেখিনি। ভেবেছিলাম, ওনাকে মোরব্বা খেতে বলব। কিন্তু নিজের ভুলেই সব ঘেঁটে গেল!"