শেষ আপডেট: 16th July 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের জুলুমবাজির অভিযোগে আন্দোলনে মুরগি পরিবহণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মাঝরাত থেকে মুরগি পরিবহণ ব্যবস্থা বন্ধ রাখার ডাক দিল ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের অভিযোগ, ১১ ই জুলাই বৃহস্পতিবার গভীর রাতে একটি মুরগি বোঝাই গাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার রাজ্য সড়ক ধরে যাওয়ার সময় টহলদার পুলিশ গাড়িটিকে আটকায়। গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র দেখানোর পরেও পুলিশ চালকের থেকে বেশ কিছু টাকা দাবি করে। চালক ৫০ টাকা দিতে চাওয়ায় তাঁকে গাড়ি থেকে টেনে নামিয়ে টর্চের পেছন দিয়ে মাথায় আঘাত করে। মাথা ফেটে যায় সমীর ঘোষ নামে ওই গাড়ি চালকের। খবর পেয়ে সংগঠনের স্থানীয় কর্মকর্তারা এলাকায় ছুটে যান। গুরুতর জখম অবস্থায় সমীরকে উদ্ধার করে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর সদর মেডিকেল হাসপাতালে রেফার করা হয় তাঁকে। সমীরের বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনি।
এই ঘটনার পরেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেলদা থানার আইসি ও পশ্চিম মেদিনীপুরের এসপিকে অভিযোগ জানানো হয়। মেল করে জানানো হয় নবান্নেও। তিনদিন অপেক্ষা করার পরও কোন সদউত্তর না পাওয়ায় সোমবার বিকেল পাঁচটা নাগাদ পাঁশকুড়ার মেছোগ্রামে বেশ কয়েকটি জেলার প্রতিনিধিদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকা হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। জানান, আগামী বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে মুরগি পরিবহণ বন্ধ করে দেবেন তাঁরা।
মুরগি পরিবহণ ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে রাজ্যজুড়ে মুরগির মাংসের জোগানের সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।