শেষ আপডেট: 20th January 2023 05:41
দ্য ওয়াল ব্যুরো: ইনকিলাবের সঙ্গে মিশতে চলেছে হাসতা লা ভিক্টোরিয়া সিয়েমপ্রে। কমরেড হয়ে উঠতে চলেছে কমাদান্তে। চেয়ে আছে কলকাতা। ছেয়ে গিয়েছে পোস্টার, হোর্ডিংয়ে। গোটা ভিআইপি রোডজুড়ে কিউবা বিপ্লবের কিংবদন্তি চে গেভারার ছবি। যাদবপুর ক্যাম্পাস কিংবা এইট বি চত্বর দেখলে হঠাৎ মনে হতে পারে হাভানার কোনও পাড়া। আর সেসবের সামনেই টুকরো টুকরো ছবিতে থাকছে ভারতের স্বাধীনতা আন্দোলনও।
শুক্রবার সকাল পৌনে দশটা নাগাদ বেঙ্গালুরু থেকে কলকাতায় নামবেন চে-র মেয়ে (Che Guevara Daughter) আলেইদা এবং নাতনি এস্তোফেনিয়া। এয়ারপোর্ট থেকে নিউটাউনের হোটেলের পথে কয়েক জায়গায় থামতে হবে আলেইদা এবং এস্তোফেনিয়াকে। তারপর দুপুরে বরানগর আইএসআই থেকে সোজা যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)।
বৃহস্পতিবার প্রায় রাত জেগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বাইরের এলাকা সাজিয়েছেন ছাত্রছাত্রীরা। সেখানে রয়েছে ঠোঁটের কোণে হাভানা চুরুট রেখে চে'র মোহময়ী ছবি থেকে গেরিলা যোদ্ধার পোশাকে বিপ্লবী নেতা। সেসবের মধ্যে থাকছে ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, মুজফফর আহমেদদের ছবি।
সশস্ত্র সংগ্রামে ভরসা রেখে ছয়ের দশকের শেষে কিউবায় বিপ্লব সম্পন্ন করেছিলেন ফিদেল কাস্ত্রো, চে গেভারা, রাউল কাস্ত্রো, ক্যামিলোরা। অকুতোভয় গ্রানমা জাহাজ এগিয়েছিল যোদ্ধাদের নিয়ে। ভারতের স্বাধীনতা আন্দোলনে যাঁরা ছিলেন সশস্ত্র সংগ্রামের পক্ষে, তাঁদের ছবিই ঠাঁই পাচ্ছে ক্যাম্পাসে।
ভারতে বামেদের ব্যাপারে ডানপন্থীদের একটা সময়ে সমালোচনার বর্শাফলক ছিল আন্তর্জাতিক প্রেম। বিদ্রুপ করে বলা হতো, ভিয়েতনামে বৃষ্টি হলে কলকাতায় ছাতা খোলেন কমরেডরা। আবার কেউ কেউ বলতেন, পাড়ার নর্দমায় জল জমলেও মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র দেখতে পান এদেশের বামেরা। তাঁরা লেনিনকে বলেন মহামতী আর নেতাজিকে 'তোজোর কুকুর'।
গত কয়েক বছর ধরেই এদেশের বাম, ডান নির্বিশেষে অনেকেই বলছেন, দেশে যে সরকার চলছে তারা ইতিহাসকে বিকৃত করছে। কংগ্রেসেরও স্পষ্ট অভিযোগ, স্বাধীনতা আন্দোলনে যাঁদের কোনও ভূমিকা ছিল না তারা এখন দেশপ্রেমের পাঠশালা খুলে বসেছে। অনেকের মতে, সেই সময়ের সঙ্গে সেতুবন্ধন ঘটাতেই চে-কন্যা, নাতনির সামনে থাকছে ভগৎ সিং, প্রীতিলতাদের ছবিও। ভগৎ বলেছিলেন ইনকিলাব জিন্দাবাদ। চে স্প্যানিশ উচ্চারণে বলেছিলেন, হাসতা লা ভিক্টোরিয়া সিয়েমপ্রে। যার বাংলা করলে দাঁড়ায়, যতক্ষণ না জয়, ততক্ষণ লড়াই।
'আমাকে হাসপাতাল মিথ্যে বলেছে'! ফেসবুক-পোস্টে ফের বোমা ফাটালেন তসলিমা