শেষ আপডেট: 26th September 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো: শুটিং শেষ হওয়ার আগেই বিপত্তি! আপাতত মাঝপথেই বন্ধ বাংলাদেশের 'ছায়াবাজ' ছবির শুটিং (Chayabaaz shooting stopped)। বাংলাদেশের (Bangladesh) নায়ক জায়েদ খানের সঙ্গে শুটিং করতে সেদেশে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা। কিন্তু মাত্র আটদিন শুটিং করার পরই শুরু হয়ে যায় গন্ডগোল। এমনকী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শুটিং শেষ না করেই ফিরে আসেন অভিনেত্রী। আর মাঝপথে সিনেমা বন্ধ হয়ে যাওয়াতেই ক্ষুব্ধ ছবির পরিচালক মনিরুল ইসলাম। সায়ন্তিকা এবং জায়েদ খান তাঁকে ফাঁসিয়ে দিয়েছেন বলে মন্তব্য করতেও ছাড়েননি তিনি।
প্রযোজকের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সায়ন্তিকা। বরং প্রযোজকের দিকেই আঙুল তুলে সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, 'শুটিং চলাকালীন নানা ধরনের অব্যবস্থাপনা ছিল। সিনেমার জন্য উপযুক্ত টিমওয়ার্ক এই শুটিংয়ে ছিল না। প্রথমে নৃত্যশিল্পী মাইকেলের সঙ্গে ঝামেলা থাকলেও বড় ইস্যু ছিল প্রযোজক। টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করেও প্রযোজকের থেকে কোনও উত্তর পাওয়া যায়নি।’
প্রযোজকের অভিযোগের জবাবে মুখ খুলেছেন বাংলাদেশের (Bangladesh) নায়কও। প্রযোজক নায়িকার খরচ দেননি বলে অভিযোগ তুলেছেন জায়েদ খান। তিনি বলেন, 'শুটিং-এ নায়িকার কস্টিউম, হোটেল ভাড়া, খাবারের বিলও আমি দিয়েছি। ১ লাখ ৩০ হাজার টাকা হোটেল বিল এসেছিল। প্রযোজক ৯৭ হাজার টাকা দিয়ে চলে গেছেন। বাকি টাকা আমি দিয়েছি। প্রযোজক প্রতিনিয়তই মিথ্যাচার করছেন।‘ যদিও প্রযোজক বলেন, 'আমার প্রায় ৩৫ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। প্রয়োজন হলে জলে যাবে টাকা, তা–ও আর এই ছবির কাজ শেষ করব না।’
আপাতত 'ছায়াবাজ' ছবিটি করবেন বা বলেই জানিয়ে দিয়েছেন প্রযোজক। সায়ন্তিকার বিরুদ্ধে তাঁর অভিযোগ, 'আমার দেশের শিল্পীকে অপমান করবে, সেটা আমি একজন সিনেমার মানুষ হয়ে মেনে নেব না। কারণ, আমার দেশকে অন্য দেশের মানুষ এসে ছোট করতে পারেন না।‘ তাই ছবির কাজ শুরু করলে দেশের অভিনেতাদের নিয়েই করবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রযোজক।
আরও পড়ুন: ধনকড়ের পথে হাঁটলেন রাজ্যপাল বোস, তবু জটে আটকে ধূপগুড়ির বিধায়কের শপথ অনুষ্ঠান