শেষ আপডেট: 4th July 2023 10:55
দ্য ওয়াল ব্যুরো: সোমবার কলকাতায় পা রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে তাঁকে নিয়ে যাবতীয় অনুষ্ঠান। এদিন সকাল থেকেই মিলনমেলা অডিটোরিয়ামে তাঁকে একবার চোখের দেখা দেখতে উপচে পড়েছে ভিড়। আর সেই ভিড়ে মিশে রয়েছেন সাধারণ সমর্থক থেকে প্রাক্তন ফুটবলাররা। হেমন্ত ডোরা থেকে সংগ্রাম মুখোপাধ্যায়, সন্দীপ নন্দী—কলকাতা ময়দানে চুটিয়ে খেলা নানা প্রজন্মের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন সেখানে। আর তাঁরা মঞ্চে উঠে পড়তেই চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল সেখানে।
মার্টিনেজকে একবার কাছ থেকে দেখতে চেষ্টার কসুর করেননি ভক্তরা। উনি মঞ্চে উঠে আসতেই ক্রমশ এগোতে শুরু করেছিলেন দর্শকাসনে থাকা অনুরাগীরা। যার ফলে একসময় সামনের দিকের ব্যারিকেড ভেঙে পড়ার উপক্রম হয়। তবে সেসময় কোনওরকমে পরিস্থিতি সামাল দেন সেখনে কর্মরত পুলিশ বাহিনী। তবে তাল কাটে অনুষ্ঠান শেষ হওয়ার খানিক আগে। উপস্থিত থাকা প্রাক্তন খেলোয়াড়রা মার্টিনেজের সঙ্গে সেলফি তুলতে হঠাৎই মঞ্চে উঠে পড়েন। কারও কারও সঙ্গে বৌ-বাচ্চাও ছিল। ওই ভিড়ের চাপে রীতিমতো বন্দি হয়ে যান তারকা গোলকিপার।
শেষে আয়োজকদের তরফে তাঁদের মঞ্চ ছেড়ে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। এমনকী এক সাধারণ ভক্তও ব্যারিকেড টপকে মঞ্চে উঠে পড়েছিলেন। যদিও মার্টিনেজের কাছে পৌঁছনোর আগেই তাঁকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। একজন আন্তর্জাতিক ফুটবল তারকার অনুষ্ঠানে এমন ঘটনা ঘটায় যে আসলে তিলোত্তমারই মুখ পুড়ল, তা বলাবলি করছেন অনেকেই। তবে আয়োজকরা কেউই কোনওরকম অব্যবস্থার অভিযোগ মানতে নারাজ। তারা বলেছেন, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গোটা অনুষ্ঠানই নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনও সমস্যা হয়নি।
এদিকে অনুষ্ঠান শেষে বাইরে বেরনোর পর সেখানে ঘটে আর এক কাণ্ড। মার্টিনেজ যখন মিলনমেলা থেকে বেরিয়ে মোহনবাগান ক্লাবের উদ্দেশে রওনা দেবেন, ঠিক সেইসময়েই ঘটে এই ঘটনা। আর্জেন্টিনীয় বিশ্বকাপারকে দেখতে হুমড়ি খেয়ে পড়েন সমর্থকরা। এর জেরে এমিলিয়ানোর গাড়ির কাচ অবধি ভেঙে যায়। শেষে ওই গাড়ির বদলে পুলিশের গাড়িতে চেপে ময়দানের উদ্দেশে রওনা হন তিনি। কলকাতা ফুটবলে সমর্থকদের উচ্ছ্বাস, উন্মাদনা বরাবরই বেশি। পেলে থেকে মারাদোনা, অলিভার কান থেকে লিওনেল মেসি—যখন যারা এই শহরে এসেছেন, ভক্তদের ভালবাসায় ভেসে গিয়েছেন। কিন্তু গাড়ির কাচ ভাঙতে এই প্রথমবার দেখা গেল। এবং সেটাও সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের।
মার্টিনেজের অনুষ্ঠানে দুই প্রধানের লোগো বিতর্ক, চরম পেশাদারের কাছে বেআব্রু অপেশাদারিত্ব