শেষ আপডেট: 6th March 2025 11:12
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্যে (West Bengal) গুলি চলার অভিযোগ। এবার ঘটনাস্থল বর্ধমানের শক্তিগড় (Shaktigarh)। স্থানীয়রা অভিযোগ করেছেন, বুধবার সন্ধেয় কিছু বহিরাগত যুবক এলাকায় 'তাণ্ডব' চালিয়েছে। তারপর পুলিশের ভয়ে পালানোর সময়ে গুলি চালায়। যদিও পুলিশের (Police) তরফে গুলি চালানোর বিষয় নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। তাঁদের দাবি, এমন কোনও আওয়াজ তাঁরা পাননি।
শক্তিগড়ের হিরাগাছি গ্রামে বিগত কিছুদিন ধরে একটি বাড়ি ভাড়া নিয়ে কয়েকজন যুবক থাকছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। হিন্দিভাষী ওই যুবকদের গতিবিধি দেখে অনেকের সন্দেহ হয়। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে তাঁরা পুলিশ ডাকেন। পুলিশ এসে ওই যুবকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছিল এবং পরিচয় পত্রও দেখাতে বলে। এলাকাবাসীর দাবি, তখনই গুলি চালিয়ে পালিয়ে যায় তারা।
স্থানীয়দের সন্দেহ ছিল, যুবকরা অন্য রাজ্য থেকে এসে কোনও গন্ডগোল পাকানোর চেষ্টা করছে এলাকায়। তাই সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তারা। তবে পুলিশ আসতেই গুলি চালিয়ে জাতীয় সড়কের দিকে গাড়ি নিয়ে তারা পালানোর চেষ্টা করে বলে দাবি। যুবকদের গাড়ি একটি ট্রাক্টর এবং একটি টোটোকেও ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনায় একজন আহতও হয়েছেন। তবে ওই যুবকদের ধাওয়া করেও নাগাল পায়নি পুলিশ। স্থানীয়দের দাবি, পালানোর সময় গাড়ি থেকেই দুই-থেকে তিন রাউণ্ড শূন্যে গুলি ছোড়ে দুষ্কৃতীরা।
ওই যুবকরা কোথা থেকে এসেছিলেন, তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যে বাড়িতে তারা ভাড়া ছিলেন সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হবে। বিগত কয়েক মাসে একাধিক অনুপ্রবেশকারী, বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে রাজ্যে। আবার বন্দুক পাচার কাণ্ডে ধৃতদের সঙ্গে মিলেছে উত্তরপ্রদেশ যোগ। এই যুবকরাও হিন্দিতে কথা বলতেন বলে জানিয়েছিলেন স্থানীয়রা। তাই অস্ত্র পাচার বা অনুপ্রবেশকারীদের সঙ্গে এদের কোনও যোগসূত্র রয়েছে কিনা, তা জানতে তৎপর রাজ্য পুলিশ।
রাজ্যে গুলি চলার ঘটনাও কম ঘটছে না। বুধবারই উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে এক যুবককে গুলি করে খুন করা হয়েছে। সেই ঘটনাতেও ৪-৫ জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। দিনের আলোয়, প্রকাশ্য রাস্তায় যুবককে গুলি করা হয়েছিল। একদিনের মাথায় শক্তিগড়ের এই ঘটনাও তাই চিন্তা বাড়াচ্ছে পুলিশ-প্রশাসনের।