শেষ আপডেট: 14th August 2024 16:28
দ্য ওয়াল ব্যুরো: অখিল গিরির জায়গায় কারামন্ত্রীর দায়িত্বে এলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি এবার থেকে কারা দফতরের দায়িত্বও সামলাবেন তিনি। বুধবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সম্প্রতি পূর্ব মেদিনীপুরের দিঘার তাজপুরে বন দফতরের মহিলা অফিসারকে অকথ্য ভাষায় গালাগালি করার অভিযোগ উঠেছিল তৎকালীন কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে। টিভির পর্দায় সেই ছবি দেখে বাংলার আর পাঁচটা সাধারণ মানুষের মতো স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখেও অবশ্য অখিল নিজের বক্তব্যে অনড় ছিলেন। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অখিল। এবার সেই মন্ত্রকের দায়িত্ব পেলেন মন্ত্রী চন্দ্রনাথ।
তাজপুরে কী ঘটেছিল? তাজপুরে সমুদ্র সৈকতে গাছ কেটে বেআইনি ভাবে দোকানপাট বসানো হয়েছিল। সেই দোকানপাটগুলোই ভেঙে দেন স্থানীয় রেঞ্জ অফিসার মনীষা সাউ। তারই জেরে গত ৩ অগস্ট ওই মহিলা অফিসারকে যা নয় তাই বলেন কারামন্ত্রী। ভাইরাল ভিডিওয় মহিলা অফিসারকে হুঁশিয়ারি দিয়ে অখিলকে বলতে শোনা যায়, ‘বেয়াদব’, জানোয়ার!..আপনি আমাকে চেনেন না! এসডিপিওকে সমুদ্রে ছুঁড়ে ফেলেছিলাম। এমন ডাং দিয়ে পেটাব না, বুঝবেন।"
কেউই এভাবে কোনও মহিলার সঙ্গে যে কথা বলতে পারেন না, সেটা দেখে চমকে ওঠেন মুখ্যমন্ত্রী।অখিল গিরির এমন আচরণে সেদিন ক্ষোভ প্রকাশ করেছিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদাও।
৩ অগস্ট রাতে টেলিফোনে দ্য ওয়ালকে বীরবাহা বলেছিলেন, "কর্মরত অফিসারকে এভাবে কেউ বলতে পারেন না। তিনি যে পদেই থাকুন। যদি কিছু বলার থাকত আমি দফতরের মন্ত্রী, আমাকে উনি বলতে পারতেন। তিনি তা না করে যেটা করলেন সেটা অনভিপ্রেত। আমি এর কড়া নিন্দা করছি।" মুুখ্যমন্ত্রীকেও জানান বীরবাহা।
প্রসঙ্গত এর আগে দেশের মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে কুকথা বলার অভিযোগ উঠেছিল অখিল গিরির বিরুদ্ধে। সে সময় তৃণমূলের তরফে অখিলের মন্তব্যের তীব্র নিন্দা করার পাশাপাশি অখিলকে ডেকে সতর্কও করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও তাঁর আচরণে বদল না আসায় কড়া ব্যবস্থা নেন মমতা বন্দ্যোপাধ্যায়।