শেষ আপডেট: 25th September 2024 20:58
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। মাঝে দুপুরে সাময়িক বিরতির পর বিকেল থেকেই ফের মুষলধারে শুরু হয়েছে বর্ষণ। সময় যত গড়িয়েছে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির পরিমাণ।
বুধবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে শক্তি হারিয়েছে নিম্নচাপ। তার প্রভাবেই ছত্তিশগড়ে নয়া ঘূর্ণাবর্ত সক্রিয় হয়েছে। সেকারণেই বুধবারের মতো বৃহস্পতিবারও রাজ্যের একাধিক প্রান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে চলবে বৃষ্টি। অন্যদিকে, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা ও এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ ছত্তিশগড়ে ইতিমধ্যে সক্রিয় ঘূর্ণাবর্ত।
অন্যদিকে, উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি এই মুহূর্তে ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে গিয়েছে। যার জেরেই রাজ্যের একাধিক প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না পাহাড়বাসীরও। উত্তরবঙ্গেও এদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কমলা সতর্কতা জারি হয়েছে কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
শুক্রবারও দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে। লাগাতার বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে।