শেষ আপডেট: 28th May 2022 11:59
দ্য ওয়াল ব্যুরো: টানটান এক আবহ, যেখানে প্যারিসের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (Champions League Final) ঘিরে সাজোসাজো রব পড়ে গিয়েছে।
ফাইনালে উঠতে পারলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত চার দশক ধরে এমনটিই চলছে ইউরোপের ক্লাব ফুটবলে। কেননা শেষ সাতবার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপা হাতে নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
রিয়ালের জন্য প্রস্তুত আরও একটি ফাইনালের মঞ্চ। প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে কার্লো আনসেলিত্তির দল। খেলা শুরু হবে ভারতীয় সময়ে রাত সাড়ে বারোটায়। খেলা দেখা যাবে সোনি টু ও থ্রি-তে।
Virat Kohli: কোহলিকে আগামীদিনের আম্পায়ার দেখছেন কিংবদন্তি সাইমন টাফেল
কেননা ২০১৮ সালের আসরে ফাইনাল ম্যাচে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় অলরেডদের। পরের বছর অবশ্য টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তবু লস ব্লাঙ্কোসদের পেয়ে লিভারপুল শিবিরে প্রতিশোধের আগুন রয়েছে।
যা দেখে রিয়াল কোচ বলেছেন ম্যাচটি তাদের জন্যও প্রতিশোধের। কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল সর্বশেষ হেরেছিল এই লিভারপুলের কাছে। ১৯৮১ সালের আসরে প্যারিসেই ইংলিশ ক্লাবটির কাছে ১-০ গোলে হেরেছিল রিয়াল। এবার সেই বদলার সুযোগ স্পেনের ক্লাবের কাছে।
এরপর গত ৪১ বছরে আর কোনও ফাইনালে হারেনি রিয়াল। সেই কারণেই স্প্যানিশ জায়ান্টদের কোচ বলছেন, ‘‘রিয়াল মাদ্রিদেরও প্রতিশোধ নেওয়ার আছে, কারণ তারাও প্যারিসে (১৯৮১ সালে) লিভারপুলের বিপক্ষে ফাইনালে হেরেছিল।’’