শেষ আপডেট: 17th October 2024 15:17
দ্য ওয়াল ব্যুরো: ‘আর কতদিন বিচারহীন, সিবিআই-রাজ্য সরকার জবাব দিন’- এমন দাবি তুলে অভয়ার সুবিচারের দাবিতে পথে নামলেন মহিলারা। বৃহস্পতিবার দুপুরে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক ‘জাগো নারী, জাগো বহ্নিশিখা’ মঞ্চের।
করুণাময়ীর মেট্রো স্টেশনের সামনে ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন মহিলারা। সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে গিয়ে সেখানে অবস্থান বিক্ষোভ প্রদর্শনের কথা রয়েছে তাঁদের।
এদিন দেখা যায় মেট্রো স্টেশনের সামনে প্রতীকী মৃতদেহ রেখে কেন্দ্রীয় তদন্তকারীদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির বিরুদ্ধে সরব হয় সংগঠনটি। তাঁদের প্রশ্ন, এভাবে আর কতদিন? কবে সুবিচার পাবে অভয়া?
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। জুনিয়র চিকিৎসকদের দাবিকে সমর্থন জানিয়ে বৃহস্পতিবার সিজিও চলো অভিযান মহিলা সংগঠনের।
সংগঠনের অভিযোগ, আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও কেন এই তদন্তের সুরাহা হচ্ছে না? এদিন সেই দাবিতেই কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেড কোয়ার্টার অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।
মূলত ৩টি কারণে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে মহিলা সংগঠনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। যেখানে একদিকে যেমন রয়েছে আরজি কর কাণ্ডের সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, তেমনই সিবিআইয়ের চার্জশিটে কেন একজনের নাম রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতেও এই প্রতিবাদ মিছিল বলে জানানো হয়েছে।