শেষ আপডেট: 13 August 2023 04:12
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র দু'দিন। তারপরই দেশে পালিত হবে ৭৬তম স্বাধীনতা দিবস (Independence Day 2023)। সেই উপলক্ষে সেজে উঠছে গোটা দেশ। 'আজাদির অমৃত মহোৎসব' হচ্ছে দেশজুড়ে। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে, বিশেষ ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র সরকার (Centres big plan on independence day)। ১৫ অগস্ট দিল্লির লালকেল্লায় (PM Modi at Red fort) জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই অনুষ্ঠানে ১৮০০ জন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এখানেই শেষ নয়, কেন্দ্র সরকারের তরফে রাজধানীতে বসানো হচ্ছে সেলফি পয়েন্ট! দিল্লির ১২টি জায়গায় থাকবে এই সেলফি পয়েন্ট। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা থাকবে এই পয়েন্টে। সেইসব পয়েন্টে গিয়ে এক বা একাধিক ছবি তুলে দেশবাসীকে সরকারি পোর্টালে আপলোড করতে বলেছে কেন্দ্র সরকার।
কেন্দ্র সরকারের তরফে শুরু করা হচ্ছে অনলাইন সেলফি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিতে কী করতে হবে?
আগামী ১৫ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত চলবে এই অনলাইন সেলফি প্রতিযোগিতা। স্বাধীনতা উৎসবের অংশ হিসেবেই এই প্রতিযোগিতা করা হচ্ছে। দিল্লির রাস্তায় ১২টি জায়গায় থাকবে সেলফি পয়েন্ট। আপনি যদি সেখানে যান, তবে সেই পয়েন্টে দাঁড়িয়ে নিজের এক বা একাধিক সেলফি তুলুন। আর পাঠিয়ে দিন 'MyGov Portal'-এ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নাগরিকদের সেলফি থেকে বাছাই করে সেরা ১২ জনের নাম ঘোষণা করা হবে। প্রত্যেক বিজয়ীকে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে সরকারের তরফে।
এ বছর স্বাধীনতা দিবসে দিল্লির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন গ্রামের পঞ্চায়েত প্রধান, শিক্ষক-শিক্ষিকা, নার্স, কৃষক, মৎস্যজীবী, সন্ন্যাসীরা। যারা সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট তৈরিতে সাহায্য করেছিলেন, তাঁদের প্রত্যেককে অনুষ্ঠানে হাজির করা হবে। খাদি বিভাগের কর্মীরা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। সবমিলিয়ে ১৮০০ জন বিশেষ অতিথি উপস্থিত থাকবেন স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে।
ভারতীয় সেনার তরফেও বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী যখন জাতীয় পতাকা উত্তোলন করবেন সে সময় আকাশে চক্কর দেবে সেনার দুই হেলিকপ্টার। সেখান থেকে পুষ্পবৃষ্টি হবে।
আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট দেশজুড়ে বাড়ি বাড়ি জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে লেখেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আগামী ১৩ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত চলবে এই হর ঘর তেরঙ্গা মুভমেন্ট।'
আরও পড়ুন: মোদী বললেন, সোশ্যাল মিডিয়ার ডিপি বদলে দিন, তাতে গ্যাসের দাম কমবে কি, প্রশ্ন অধীরের