শেষ আপডেট: 21st September 2023 16:17
দ্য ওয়াল ব্যুরো: খালিস্তান বিতর্কে ভারত ও কানাডার বাগযুদ্ধের মধ্যেই এবার টেলিভিশন চ্যানেলগুলিকে নির্দেশিকা পাঠাল কেন্দ্রীয় সরকার (centre's advisory to tv channels)। সেই নির্দেশে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও জঙ্গিকে যেন কথা বলার জন্য জায়গা করে দেওয়া না হয় (platform to terrorists)।
খালিস্তান ইস্যুতে কানাডার (Canada Khalistan issue) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি ভারত ও কানাডার সম্পর্কে সামান্য হলেও চিড় ধরেছে। ট্রুডো সরাসরি অভিযোগ করেছিলেন, সেখানকার খালিস্থানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে মদত দিয়েছে ভারত। তাই নিয়ে পাল্টা জবাব দিতে ছাড়েনি ভারতও। তার মধ্যেই গুরপতওয়ান্ত সিং পান্নু নামে একজন 'ওয়ান্টেড' জঙ্গিকে একটি টিভি চ্যানেলে বক্তব্য রাখতে দেখা যায়। তারপরেই নির্দেশিকা পাঠানো হয়েছে। যদিও ওই নির্দেশিকায় পান্নু কিংবা কানাডার নাম উল্লেখ করা হয়নি।
সেই সঙ্গে নির্দেশিকায় আরও জানানো হয়েছে, ভারত সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করলেও টিভি চ্যানেলে যে কনটেন্ট দেখানো হচ্ছে তা অবশ্য করে ১৯৯৫ সালের সিটিএন অ্যাক্টের এবং ২০ নম্বর ধারার ২ নম্বর উপধারার আওতাধীন হতে হবে।
তাই যাদের বিরুদ্ধে গুরুতর সন্ত্রাসবাদী হামলার অভিযোগ রয়েছে তেমন লোকজনকে টিভি চ্যানেলে ডেকে এনে কথা বলার সুযোগ করে না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সিটিএন অ্যাক্টের পাশাপাশি সংবিধানের ১৯(২) ধারার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে চ্যানেলগুলিকে।
আরও পড়ুন: কানাডায় এবার গোষ্ঠী সংঘর্ষে খুন পাঞ্জাবের গ্যাংস্টার, অস্বস্তি বাড়ল ট্রুডোরই