শেষ আপডেট: 26th September 2024 21:51
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুমের আগে কৃষি ও শিল্প ক্ষেত্রে দক্ষ ও অদক্ষ শ্রমিকদের মজুরি বাড়াল নরেন্দ্র মোদী সরকার। ঝাড়ুদার, সাফাইকর্মী, নির্মাণ কর্মী, লোডিং-আনলোডিংয়ের জন্য অদক্ষ মজুরদের জন্য দৈনিক মজুরি বাড়িয়ে করা হল ৭৮৩ টাকা। অর্থাৎ মাসের মাইনে বেড়ে হল ২০,৩৫৮ টাকা।
ন্যূনতম মজুরি আইন ১৯৪৮ মোতাবেক বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বেঁধে দেওয়ার এক্তিয়ার রয়েছে রাজ্য ও কেন্দ্রের সরকারের। মোটামুটি উপভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে এই মজুরি বাড়ানোটাই রীতি। সেই শর্তে বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মজুরির নয়া হার ঘোষণা করেছে।
এর সুবিধা পাবেন বেসরকারি নিরাপত্তা কর্মী, হাউজ কিপিং কর্মী, কৃষি মজুর, শিল্প ক্ষেত্রের মজুর সহ শ্রমিক শ্রেণি। কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী আধা দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বেড়ে হবে ৮৬৮টাকা। অর্থাৎ মাসে ২২,৫৬৮ টাকা।
আবার করণিক, বন্দুক বা আগ্নেয়াস্ত্র ছাড়া নিরাপত্তা রক্ষী প্রমুখের দৈনিক ন্যূনতম মজুরি বাড়িয়ে করা হয়েছে দিনে ৯৫৪ টাকা। অর্থাৎ মাসে ২৪,৮০৪ টাকা।
দক্ষ শ্রমিকদের মজুরি সর্বদাই অন্যদের তুলনায় বেশি ছিল। এবারও তাই রইল। তাদের ন্যূনতম মজুরি বাড়িয়ে করা হল দিনে ১০৩৫ টাকা। অর্থাৎ মাসে ২৬,৯১০ টাকা। উপভোক্তা মূল্য সূচক অনুযায়ী সরকার বছরে দু’বার ন্যূনতম মজুরি বিবেচনা করে দেখে। এবারও তাই করা হল।
মোটামুটি ভাবে বহু শিল্প ক্ষেত্রে এই ন্যূনতম মজুরির কাঠামো মেনে চলা হয়। তবে মজুরিতে বৈষম্য নেই তা নয়। বেসরকারি ক্ষেত্রে ঝাড়ুদার, সাফাই কর্মীদের মজুরি অধিকাংশ ক্ষেত্রেই এই স্তরে পৌঁছয় না। আধা দক্ষ ও দক্ষ শ্রমিকের প্রকৃতি মজুরিও অনেক বেসরকারি ক্ষেত্রে এর ধার কাছে নয়। তবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ক্ষেত্রে এই মজুরি কাঠামো মেনে চলা হয়।